× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

আবারো ‘গলি বয়’ রানার চমক

বিনোদন

স্টাফ রিপোর্টার
২১ জুলাই ২০১৯, রবিবার

কামরাঙ্গীরচরের ৮ নম্বর গলিতে বেড়ে ওঠা রানা এক গানেই ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। তার প্রথম গান ‘গলি বয়’ প্রকাশ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদ হাসান তবীব। এই জুটিই এবার নিয়ে এসেছে তাদের দ্বিতীয় গান ‘গলি বয় পার্ট টু’। ১৭ই জুলাই গান-ভিডিওটি প্রকাশের পর পরই এটি ছড়িয়ে পড়ে চারদিকে। মাত্র তিন দিনে এটির ভিউ ২১ লাখ ছাড়িয়ে গেছে। বরাবরের মতোই গানটির কথা ও সুর করেছেন মাহমুদ হাসান তবীব। ভিডিও নির্মাণও তারই। মাহমুদ তবীব নামের ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরে বেড়ানো আর দশটা পথশিশুর মতো রানাও একজন। থাকে ঢাকার কামরাঙ্গীরচর এলাকায়। তবে ক্যাম্পাস এলাকাতেই সারা দিন ঘুরে বেড়াতে দেখা যায় তাকে। ছোট্ট এই শিশুটি দারুণ র‌্যাপ গান গায়। ক্যাম্পাসে ঘুরে ঘুরে গান শোনানোর বিনিময়ে ২-৫ টাকা চেয়ে নেয় মানুষের কাছ থেকে। এটাই ছিল রানার পরিচিতি। পরবর্তীতে তার সঙ্গে পরিচয় হয় ঢাবি শিক্ষার্থী তবীবের। ব্যস, রানাকে নিয়ে কাজে নেমে পড়েন তিনি। প্রথম গানই ভাইরাল হয়ে যায় রানার। এদিকে তবীব জানান, শিগগিরই আসছে গলি বয় রানার তৃতীয় গান। দ্বিতীয় গানে করা প্রশ্ন, ‘বাকি সব রানাদের কী হবে কাল’ নিয়েই এটি নির্মিত হবে বলে জানান তিনি। যেখানে অন্য পথশিশুদের কথা উঠে আসবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর