× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

হায়দরাবাদে ফরিদুর রেজা সাগরকে বিশেষ সম্মাননা

বিনোদন

স্টাফ রিপোর্টার
২১ জুলাই ২০১৯, রবিবার

বাংলা চলচ্চিত্রের ১০০ বছর উদ্‌যাপন উপলক্ষে ভারতের হায়দরাবাদের বানজারা হিলের প্রসাদ ল্যাব থিয়েটারে হায়দরাবাদ বাংলা চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। চার দিনব্যাপী এই উৎসব শুরু হয়েছে ১৮ই জুলাই। আর তা শেষ হবে আজ। সাহিত্য, সংস্কৃতি এবং বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে বাংলাদেশের স্বনামখ্যাত শিশুসাহিত্যিক ও চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে। তাকে ছাড়াও চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে কিংবদন্তি নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্ত এবং ভারতের দক্ষিণী ছবির সুপারস্টার নাগার্জুনকে। ১৯শে জুলাই তাদের এই সম্মাননা দেয়া হয়। এই নিয়ে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হলো হায়দরাবাদ বাংলা চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে ১৩টি পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হয়।
দেখানো হয় সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিনহা, গৌতম ঘোষ ও ঋতুপর্ণ ঘোষের মতো কিংবদন্তি নির্মাতাদের ছবি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর