× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

মামলা পর্যন্ত গড়ালো বার্সা-গ্রিজম্যান দলবদল

খেলা

স্পোর্টস ডেস্ক
২১ জুলাই ২০১৯, রবিবার


দলের সেরা খেলোয়াড় অ্যান্থনি গ্রিজম্যানকে হারিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কাছে অভিযোগ জানিয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। তারই ধারাবাহিকতায় বার্সেলোনার বিরুদ্ধে মামলা ঠুকে দিলো ফেডারেশনটি। গত শুক্রবার অ্যাটলেটিকোর বেঁধে দেয়া ১২০ মিলিয়ন ইউরো বাই আউট ক্লজ পরিশোধ করেই গ্রিজম্যানকে দলে টানে এফসি বার্সেলোনা। দলবদল সম্পন্ন হওয়ার কয়েক মিনিট পরেই আবার বিবৃতিতে অ্যাটলেটিকো জানায়, প্রতারণার আশ্রয় নিয়েছে বার্সা ও ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড। তাদের দাবি জুলাইয়ে নয়, আসলে চুক্তি হয়েছে গত মার্চে এবং গোপনে। তখন গ্রিজম্যানের বাই আউট ক্লজ ছিল ২০০ মিলিয়ন ইউরো। আর মাদ্রিদ জায়ান্টদের বিবৃতিতে বলা হয়, ‘অ্যাটলেটিকো মাদ্রিদ জানতে পেরেছে যে, চুক্তিটি হয়েছে গত মৌসুম শেষ হওয়ার আগে।  খেলোয়াড় তার ঘটনা, কাজ এবং বিবৃতির দ্বারা চুক্তি ভেঙেছেন। সুতরাং, ক্লাব তার ন্যায্য অধিকার এবং স্বার্থ রক্ষার জন্য যথাযথ কার্যপ্রক্রিয়া শুরু করেছে।’ অ্যাটলেটিকোর দাবি, চুক্তিটি গত মার্চে সংঘটিত হওয়ায় অ্যাটলেটিকোকে ২০০ মিলিয়ন ইউরো দিতে বাধ্য বার্সা।
স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে শাস্তির মুখে পড়তে পারে বার্সা-গ্রিজম্যান দুপক্ষই।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর