× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

ফ্রান্সে পানিতে বিষাক্ত পদার্থের অস্তিত্ব, সতর্ক থাকার নির্দেশ

দেশ বিদেশ

আব্দুল মোমিত (রোমেল), ফ্রান্স থেকে
২১ জুলাই ২০১৯, রবিবার


পারমাণবিক বোমা বানানোর প্ল্যান্টের বিষাক্ত রেডিয়েশন এবং মানুষের দেহের জন্য মারাত্মক ক্ষতিকারক পদার্থ ‘Tritium’ ফ্রান্সের দক্ষিণের এবং পশ্চিমের ২৬৮টি মিউনিসিপ্যালিটির সরবরাহকৃত পানিতে মিশে গেছে। যে যে এলাকার পানিতে এসব বিষাক্ত পরমাণবিক বর্জ্য মিশেছে তা হলো- Orleans, Blois, Tours, Angers, Nante, Choisy-le-roi, Val-de-Marne এবং রাজধানী প্যারিস সংলগ্ন Ile-de-France সহ মোট ২৬৮টি মিউনিসিপ্যালিটির সরবরাহকৃত পানিতে এসব বিষাক্ত পদার্থের অস্তিত্ব পাওয়া গেছে। এসব এলাকায় সরবরাহকৃত পানি পান করে অনেকেই অসুস্থ হয়ে ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ফ্রান্সের ডাক্তাররা জানিয়েছেন, এই পানি পান করলে প্রথমে কোনো সমস্যা বুঝা না গেলেও ধীরে ধীরে শরীরে নানান রোগের উপসর্গ দেখা দিতে পারে। একসময় শরীর কর্মক্ষমতা হারাবে এবং দুর্বল হয়ে যাবে। এ ব্যাপারে ফ্রান্সের পারমাণবিক বোমার প্ল্যান্টের প্রটেকশন নিউক্লিয়ার সেফটি (ওজঝঘ) কর্তৃপক্ষ শনিবার এক বিবৃতিতে বলেছে যত দ্রুত সম্ভব দূষিত বর্জ্য পানিতে মেশা বন্ধ করবে। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে ফরাসি জনগণকে আতঙ্কিত না হতে বলেছে এবং দ্রুত এর সমাধান করা হবে বলে জানিয়েছে। স্থানীয় বেশ ক’জন নাগরিক জানান ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ নেয়া হয়েছে।
এতে বিভ্রান্ত বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর