খেলা

নেইমারকে রিয়ালে আমন্ত্রণ মার্সেলোর

স্পোর্টস ডেস্ক

২০১৯-০৭-২১

জাতীয় দলের সতীর্থ নেইমারকে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার আমন্ত্রণ জানালেন মার্সেলো। ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো বলেন, ‘নেইমার রিয়ালে আসলে সেটা হবে আনন্দের ব্যাপার। তার বার্সেলোনার অতীত কোনো সমস্যা হবে না। বিশ্বের সেরা ফুটবলারদের দলে নিতে রিয়ালকে সবকিছু করতে হবে।’ গত মৌসুমে গুঞ্জন ওঠে রিয়াল মাদ্রিদে আসছেন নেইমার। তবে শেষ পর্যন্ত নেইমারের ক্লাব প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) রাজি করাতে পারেনি মাদ্রিদ জায়ান্টরা। নেইমারের আশা ছেড়ে রিয়াল চেলসি থেকে ১০০ মিলিয়ন ইউরোতে ইডেন হ্যাজার্ডকে কিনেছে। এ ছাড়া লুকা ইয়োভিচ, এডার মিলিতাও ও ফারল্যান্ড মেন্ডিকে দলে টানতেও অনেক অর্থ খরচ করতে হয়েছে ক্লাবটিকে। ফলে নেইমারের রিয়ালে আসার সম্ভাবনা ক্ষীণ। তবে নেইমারকে নিলে রিয়ালের লাভই হবে বলে মনে করেন মার্সেলো। তিনি জাতীয় দলের সতীর্থকে হ্যাজার্ডের চেয়ে ভালো ফুটবলার মনে করেন। মার্সেলো বলেন, ‘নেইমার আনপ্রেডিক্টেবল প্লেয়ার। সে এমন কিছু শিখেছে যা ডিফেন্ড করা অসম্ভব। হ্যাজার্ড বড় মাপের খেলোয়াড়। সে নেইমারের সঙ্গে সেরা পাঁচে থাকবে। তবে আমার কাছে নেইমার সেরা।’
২ বছর আগে দলবদল বাজারে বিশ্বরেকর্ড গড়ে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন নেইমার। কিন্তু প্যারিসে অসুখী হয়ে উঠেছেন এই তারকা ফুটবলার। মুখফুটে কিছু না বললেও, তার আচার আচরণ তেমনটাই বলে। ইউরোপিয়ান সংবাদ মাধ্যমের দাবি সাবেক ক্লাব বার্সেলোনায় ফিরতে চান নেইমার। এ নিয়ে বার্সা-পিএসজি বেশ কয়েকবার দর কষাকষিও করেছে। কিন্তু কোনো আলোচনাই ফলপ্রসূ হয়নি। এরই মধ্যে ইতালি ও ইংল্যান্ডের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে যোগাযোগ করছেন নেইমারের বাবা।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status