× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

নিজেকে ‘ফেরারি’ প্রমাণ করলেন ইব্রাহিমোভিচ

খেলা

স্পোর্টস ডেস্ক
২১ জুলাই ২০১৯, রবিবার

লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির হয়ে যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে (এমএলএস) অভিষেকেই জোড়া গোল করেছিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। প্রতিপক্ষ ছিল লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি)। তাদের বিপক্ষে এবার হ্যাটট্রিক করলেন সুইডেনের সাবেক এই ফুটবলার। ম্যাচের আগে জ্লাতান ইব্রাহিমোভিচ বলেন, ‘এতগুলো ফিয়াট কারের মাঝে আমি হলাম ফেরারি। আমিই এমএলএসের ইতিহাসে সেরা ফুটবলার।’ মাঠেই শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন তিনি।
নগর প্রতিদ্বন্দ্বী লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে চতুর্থ মিনিটেই পিছিয়ে পড়ে এলএ গ্যালাক্সি। গোল করেন আর্সেনালের সাবেক মেক্সিকান ফুটবলার কার্লোস ভেলা। তবে অষ্টম মিনিটে ইব্রাহিমোভিচের কল্যাণে সমতায় ফেরে তারা।
দারুণ এক অ্যাক্রোবেটিক ভলিতে এলএএফসির জাল কাঁপান বার্সেলোনার সাবেক এই ফরোয়ার্ড। এরপর ৫৬ মিনিটে দ্বিতীয় ও ৭০ মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক। ম্যাচের যোগ করা সময়ে এএএফসির হয়ে দ্বিতীয় গোল করেন ভেলা। চলতি মৌসুমে মেজর লীগ সকারে ইব্রার (১৭) চেয়ে বেশি গোল কেবল ভেলার (২১)। ম্যাচের পর ভেলার সঙ্গে ইব্রাহিমোভিচের তুলনা উঠলে ইব্রা বলেন, ‘ভেলার প্রতি আমার শ্রদ্ধাবোধ আছে। সে ভালো খেলোয়াড়। কিন্তু তার সঙ্গে আমার তুলনা করে বড় ভুল করলেন।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর