× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ঢাকা ডায়নামাইটসে বিশ্বকাপজয়ী মরগান

খেলা

স্পোর্টস রিপোর্টার
২২ জুলাই ২০১৯, সোমবার

নিরাপত্তার অজুহাতে ২০১৬ সালে বাংলাদেশ সফরে আসেননি এউইন মরগান। তার অনুপস্থিতিতে জস বাটলারের অধীনে সিরিজ খেলে যায় ইংল্যান্ড। সেই মরগান এবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ খেলতে আসছেন। আসন্ন বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলবেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। ঢাকা ডায়নামাইটসের প্রধান নির্বাহী ওবায়েদ নিজাম শনিবার নিশ্চিত করেছেন বিষয়টি। তিনি বলেন,  ‘সীমিত ওভারের ক্রিকেটে অসামান্য অভিজ্ঞতা বিবেচনায় আসন্ন বিপিএলের জন্য আমরা মরগানকে চুক্তিবদ্ধ করেছি। আশা করছি, তিনি পুরো মৌসুমেই খেলতে পারবেন।’ তবে মরগান ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক থাকবেন কিনা সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। দলটির বর্তমান অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
ওবায়েদ নিজাম জানান, আলোচনা শেষে অধিনায়কত্বের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তারা।
৩২ বছর বয়সী মরগানের বাংলাদেশে এটাই প্রথম সফর নয়। এর আগে ২০১৪ সালে ঢাকা প্রিমিয়ার লীগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলেছিলেন। তবু কেন জানি ২০১৬ সালে বাংলাদেশে আসতে চাননি। গুলশানের হলি আর্টিজান রেঁস্তোরায় সন্ত্রাসী হামলার পর নিরাপত্তার অজুহাতে অ্যালেক্স হেলসের পদাঙ্ক অনুসরণ করেন ইংল্যান্ড দলের নিয়মিত অধিনায়ক। অথচ সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে প্রথমে বাংলাদেশে না আসতে চাইলেও শেষ পর্যন্ত রাজি হন ইংল্যান্ডের তৎকালীন টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক। শুধু তাই নয়, বাংলাদেশের আবহাওয়ার সাথে মানিয়ে নিতে টেস্ট শুরুর সপ্তাহখানেক আগেই চলে আসেন কুক। বাংলাদেশে না আসায় নিজেদের দেশেই ব্যাপক সমালোচিত হয়েছিলেন মরগান। ইংলিশ ক্রিকেট বোর্ডের পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস হতাশা প্রকাশ করে বলেছিলেন, ‘তাদের সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। কিন্তু বাংলাদেশ সফর থেকে তারা নিজেদের সরিয়ে রাখায় হতাশও হয়েছি।’ সফর শেষে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেছিলেন অ্যালিস্টার কুক।
রাজশাহী কিংসে ডুমিনি
দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অলরাউন্ডার জেপি ডুমিনির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের ফ্র্যাঞ্চাইজি রাজশাহী কিংস। নিজেদের এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে কিংস। তারা লিখেছে, ‘রাজশাহী কিংস গর্ব নিয়ে ঘোষণা দিচ্ছে যে, দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জেপি ডুমিনি এখন একজন কিং।’
৩৫ বছর বয়সী ডুমিনি দক্ষিণ আফ্রিকার হয়ে ১৯৯ ওয়ানডে খেলেছেন। এছাড়া বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লীগে ২৫২ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে বাঁহাতি এই অলরাউন্ডারের। সেই অভিজ্ঞতা নিজেদের সাফল্যের জন্য সহায়ক হবে বলে মনে করে রাজশাহী কিংস। তারা লিখে, ‘ডুমিনি; একজন অভিজাত বাঁহাতি ব্যাটসম্যান, একজন কার্যকরী স্পিনার ও ক্ষুরধার ফিল্ডার। দক্ষিণ আফ্রিকার সঙ্গে তার ক্যারিয়ার ১৪ বছরেরও বেশি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তার অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ। ২০১৮ সালে পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডকে দ্বিতীয় শিরোপা জেতাতে নেতৃত্ব দিয়েছেন তিনি।’
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্লাব কেপ কোবরাস, পিএসএলের ইসলামাবাদ ইউনাইটেড ও আইপিএলের মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন ডুমিনি। ২০১৭ সালের সেপ্টেম্বরে টেস্টকে বিদায় জানান। চলতি বিশ্বকাপের রাউন্ড রবিন লীগে দক্ষিণ আফ্রিকার ৯ম ম্যাচের পর আন্তর্জাতিক ক্রিকেটকেই গুডবাই জানান এই অলরাউন্ডার।
উল্লেখ্য, বিপিএলের সপ্তম আসর শুরু হবে চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে। প্রতিটি দল সরাসরি দু’জন বিদেশি খেলোয়াড়কে দলে নিতে পারবেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর