× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

বেলকে লোভনীয় প্রস্তাব দিয়েছে চীনের ক্লাব

খেলা

স্পোর্টস ডেস্ক
২৩ জুলাই ২০১৯, মঙ্গলবার

রিয়াল মাদ্রিদের ওয়েলস তারকা গ্যারেথ বেলকে লোভনীয় প্রস্তাব দিয়েছেন চীনা ক্লাব বেইজিং গুয়ান ও সাংহাই শেনহুয়া। বৃটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, বেইজিং গুয়ানে যোগ দিলে চমকে দেয়ার মতো সাপ্তাহিক বেতন পাবেন বেল। ডেইলি মিরর তো বলছে, ওয়েলস তারকার জন্য প্রতি সপ্তাহে ১০ লাখ পাউন্ড খরচ করতেও রাজি গুয়ান। সাংহাই শেনহুয়াও বেতনের ব্যাপারে উদারহস্ত বলে জানা গেছে। বেলকে শুধু তার বর্তমান পারিশ্রমিকের সমান অর্থ দিলেও সেটি হবে চীনের ক্লাব ফুটবলের জন্য রেকর্ড। চাইনিজ সুপার লীগে এখন সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড় আর্জেন্টিনার এজিকুয়েল লাভেজ্জি। হেবেই চায়না ফরচুন লাভেজ্জিকে প্রতি সপ্তাহে ৫ লাখ পাউন্ড করে দিচ্ছে। আর রিয়ালে বেলের সাপ্তাহিক বেতন ৬ লাখ পাউন্ড।

২০১৩ সালে ১০০ মিলিয়ন ইউরোতে টটেনহ্যাম হটস্পার থেকে রিয়াল মাদ্রিদে নাম লেখান বেল। তখনকার দলবদল বাজারে যা রেকর্ড গড়ে। লস-ব্লাঙ্কোসদের হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় ৭৮ গোল করেছেন বেল। রিয়ালের জার্সিতে ৪টি চ্যাম্পিয়ন্স লীগ, ৩টি উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ ও একটি করে লা লিগা ও কোপা দেল রে ট্রফি জিতেছেন এই উইঙ্গার। গত মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাসে পাড়ি জমানোয় ভাবা হচ্ছিল বেলই রিয়ালের প্রধান তারকা হয়ে উঠবেন। কিন্তু খুব একটা ভালো খেলতে পারেননি ৩০ বছর বয়সী এই উইঙ্গার। মৌসুমের শেষ দিকে জিদেনি জিদান দ্বিতীয় মেয়াদে কোচ হয়ে এলে বেল একাদশে জায়গা হারান। আর জিদানের, ‘ওকে আর একদিনও রিয়াল মাদ্রিদে দেখতে চাই না’- এ কথা বলার মধ্য দিয়ে বেলের রিয়াল অধ্যায়ের কার্যত সমাপ্তি ঘটেছে।
বেইজিং গুয়ানের এমন প্রস্তাব কি ফিরিয়ে দেবেন বেল, নাকি ইউরোপের কেনো ক্লাবকে বেছে নেবেন? গুঞ্জন রয়েছে, ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও বুন্দেসলিগার ঐতিহ্যবাহী ক্লাব বায়ার্ন মিউনিখের সঙ্গে যোগাযোগ করেছেন বেলের এজেন্ট জোনাথন বেনেট। বেনেট আবার বেইজিং গুয়ানেরও এজেন্ট। কে জানে, শেষ পর্যন্ত হয়ত গুয়ানেই ঠাঁই হবে বেলের।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর