× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

দলের বাজে পারফরম্যান্স দেখে কোচের হার্ট অ্যাটাক!

খেলা

স্পোর্টস ডেস্ক
২৩ জুলাই ২০১৯, মঙ্গলবার

মাঠে মোটেও ভালো খেলছিল না শিষ্যরা। তা দেখেই কিনা হার্ট অ্যাটাক হয়ে গেল কোচ ইউজেন নেয়াগোই! তবে রুমানিয়ার সাবেক স্ট্রাইকার নেগুর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। ডাক্তাররা জানিয়েছেন, আগামী কয়েকদিন বিশ্রামে থাকতে হবে তাকে। তবে পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুদিন লেগে যাবে। ৫১ বছর বয়সী নেয়াগোই চলতি মৌসুমে রুমানিয়ার ঘরোয়া ফুটবল আসর লিগা ওয়ানের দল ডায়নামো বুখারেস্টের কোচের দায়িত্ব নিয়েছেন। গতকাল লীগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রায়োভার মুখোমুখি হয় ডায়নামো। ম্যাচের শুরু থেকেই ডায়নামোর খেলোয়াড়রা ধুঁকছিলেন। আর বেঞ্চে বসে নীরবে নিজ দলের খেলা দেখে যাচ্ছিলেন দলের কোচ ইউজেনি নেয়াগোই ম্যাচের ২৫তম মিনিটে হঠাৎ বুক চেপে ধরেন নেয়াগোই।
মেডিকেল টিম বুঝতে পারে তার হৃদযন্ত্রে সমস্যা হচ্ছে। দেরি না করে নিকটস্থ ফ্লোরেস্কা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ডায়নামোর কোচকে। সেখানে হার্টে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে ডাক্তারদের নিবীড় পর্যবেক্ষণে আছেন তিনি। একটা ব্যাপার সবাইকে অবাক করেছে সেটা হলো জ্ঞান ফেরার পর নেয়াগোইর প্রথম কথা ছিল, ‘ম্যাচের ফলাফল কী?’। তখন কেউ অবশ্য তাকে ফলটা জানায়নি। কারণ ম্যাচটা ২-০ গোলে হেরে যায় ডায়নামো। ম্যাচ শেষে ডায়নামো এবং ক্রায়োভার সকল খেলোয়াড় ও স্টাফরা নেয়াগোইকে হাসপাতালে দেখতে যান। তার সাবেক সহকর্মী ও ক্রায়োভা ক্লাবের বর্তমান স্পোর্টিং ডিরেক্টর সিলভিয়ান ক্রিসটেস্কো বলেন, এটাই ফুটবল, আমরা এটাকে পেশা হিসেবে গ্রহণ করেছি। নেয়াগোইর মতো আরো অনেক ফুটবল কোচ হার্টের সমস্যায় ভুগছেন। তারা এ নিয়েই কাজ চালিয়ে যাচ্ছেন। আমি জানি না সে ডায়নামোর কোচ থাকবে কিনা। কারণ, এমন একটা ধাক্কা সামলে উঠতে তার বেশ কিছুদিন বিশ্রাম দরকার।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর