× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

বকশীগঞ্জে বন্দুকযুদ্ধে নিহত ১

বাংলারজমিন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
২৩ জুলাই ২০১৯, মঙ্গলবার

জামালপুরের বকশীগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে ১৮ মামলার আসামি শিপন (৩২) নামে এক সন্ত্রাসীর মৃত্যু হয়েছে। গতকাল ভোরে ভারতীয় সীমান্ত বকশীগঞ্জ উপজেলার ডুমুর তলা নামক স্থানে এ বন্দুকযুদ্ধ হয়। নিহত শিপন শেরপুর সদর উপজেলার মুন্সীরচর এলাকায় জালাল উদ্দিনের ছেলে। এর আগে গত রোববার রাতে জামালপুরের বকশীগঞ্জে নৌ ডাকাতির সময় স্থানীয় মানুষের হাতে ধরা পরে শিপন। পরে তাকে বকশীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাহবুবুল আলম জানান, দিনভর জিজ্ঞাসাবাদ শেষে মাদক ও অস্ত্র উদ্ধারের জন্য শিপনকে নিয়ে প্রথমে সারমারা ও রামরামপুর যায় পুলিশ। ভোরের দিকে শিপনকে নিয়ে বকশীগঞ্জের কামালপুর ইউনিয়নের ডুমুরতলা নামক স্থানে আসার সঙ্গে সঙ্গে তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় ৪ পুলিশ সদস্য মারাত্মকভাবে আহত হয়।
আহতরা হলেন- পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান, এসআই রাজু আহাম্মেদ, কনেস্টেবল নকরেট ও কং মিজানুর রহমান। এ সময় ঘটনাস্থল থেকে ১টি পাইপগান, একটি মোটরসাইকেল ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পালানোর চেষ্টাকালে গুলিবিদ্ধ হয় শিপন। পরে তাকে বকশীগঞ্জ সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।



অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর