× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

সেই দুই সিবিএ নেতাকে ঢাকার বাইরে বদলির সুপারিশ

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
২৩ জুলাই ২০১৯, মঙ্গলবার

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর সিবিএ সভাপতি মো. আবুল হোসেন ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে ঢাকার বাইরে বদলি করার সুপারিশ করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। চলতি মাসের ১১ তারিখে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) নাহিদ-উল মোস্তাক স্বাক্ষরিত এক প্রতিবেদনের মাধ্যমে এ সুপারিশ করা হয়। প্রতিবেদনে বলা হয়- গত ৩রা মার্চ একটি পত্রিকায় ‘তৃতীয় শ্রেণির কর্মচারীর ১০ কোটি টাকার জমি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ অভিযোগের সুষ্ঠু তদন্তের জন্য গঠিত কমিটির একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। প্রতিবেদনে সুপারিশ করা হয়, আবুল হোসেন ও রফিকুল ইসলামকে ঢাকার বাইরে বদলি করা যেতে পারে। আদালতের আদেশের ব্যত্যয় না ঘটিয়ে আইনজ্ঞের পরামর্শের ভিত্তিতে বিআইডব্লিউটিএর সিবিএর কার্যক্রম স্থগিত বা বাতিল করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। অনৈতিক বা অযোক্তিক দাবির বিষয়ে কঠোর অবস্থান নিশ্চিত করতে হবে। সকল ধরণের নিয়োগ বা বদলিতে সর্বোচ্চ নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে।
আবুল হোসেন ও রফিকুলের বিরুদ্ধে দুদকের তদন্ত কার্যক্রম চলমান থাকায় দুদকের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এসব সুপারিশ বিআইডব্লিউটিএর চেয়ারম্যানকে বাস্তবায়ন করে মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ দেয়া হয়। উল্লেখ্য, এর আগে ‘অঢেল সম্পদ দুই সিবিএ নেতার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয় দৈনিক মানবজমিনে। পরে অন্যান্য গণমাধ্যমেও তাদের বিরুদ্ধে খবর প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে নৌ পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয় তাদের বিরুদ্ধে। একই সঙ্গে দুদকও তাদের দুর্নীতির তদন্তে নামে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর