× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ওরস শুরু / লোকারণ্য হযরত শাহ্‌জালাল (রহ.) মাজার প্রাঙ্গণ

দেশ বিদেশ

ওয়েছ খছরু, সিলেট থেকে
২৩ জুলাই ২০১৯, মঙ্গলবার

ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল (রহ.) বার্ষিক ওরস মোবারকে ঢল নেমেছে ভক্ত ও আশেকানের। মাজার প্রাঙ্গণ এখন লোকে-লোকারণ্য। তিল ধারণের ঠাঁই নেই মাজার এলাকায়। শুধু সিলেট নয়, দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন ভক্ত ও আশেকানরা। জিকির আজকার ও মুর্শিদি গানে মুখরিত হয়ে উঠেছে মাজার চত্বর। এদিকে মাজার এলাকায় ওরসকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। মাজার কর্তৃপক্ষ জানিয়েছে, এবার ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল (রহ.) ৭০০তম ওরস মোবারক অনুষ্ঠিত হচ্ছে। এ কারণে এবারের ওরসে প্রস্তুতি বেশি।
আর এই ওরসকে কেন্দ্র করে সিলেটে এসেছেন রেকর্ডসংখ্যক ভক্ত ও আশেকান। এ কারণে দুইদিন আগে থেকেই মাজার এলাকায় ভক্তদের পদচারণা শুরু হয়েছে। তারা জানান, মঙ্গল ও বুধবার সিলেট শাহজালাল দরগাহে অনুষ্ঠিত হবে ওরস। সকাল ১০টায় মাজার এলাকায় গিলাপ ছড়ানোর মধ্য দিয়ে শুরু হবে দু’দিনব্যাপী ওরসের আনুষ্ঠানিকতা। বিকাল পর্যন্ত দলে দলে ভক্ত ও আশেকানরা গিয়ে মাজারে গিলাপ ছড়াবেন। মাজারের মোতোয়ালি ফতেহ আমান উল্লাহ আল আমানের পক্ষ থেকে জানানো হয়েছে সকালে প্রথমে মাজার কর্তৃপক্ষ গিয়ে গিলাপ ছড়াবেন। পরে একে একে শৃঙ্খলাবদ্ধভাবে গিলাপ ছড়াবেন। গিলাপ ছড়ানো ছাড়াও কোরআন খতম, মিলাদ মাহফিল ও জিকির আজকার হবে। আগামীকাল বুধবার ভোররাতে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ওরসের আনুষ্ঠানিকতা। এরপর করা হবে শিরনি বিতরণ। এদিকে ওরসের শিরনির জন্য গতকাল সন্ধ্যা পর্যন্ত ৫০টি গরু ও ২০০টি খাসি উঠেছে। ভক্ত ও আশেকানরা শিরনি রান্নার জন্য এই গরু ও খাসি দান করেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও গরু দান করা হয়েছে। ওরসের শিরনি রান্নার জন্য ৩০০ বস্তা চাল ক্রয় করেছেন মাজার কর্তৃপক্ষ। এর বাইরে শিরনির জন্য ভক্তরাও চালের বস্তা দান করছেন। মাজার কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রতিবারই মাজারে শতাধিক গরুর শিরনি রান্না করা হয়। এবারো তার ব্যতিক্রম হচ্ছে না। রাতে আরো প্রায় ৫০টি গরু শিরনির জন্য ভক্তরা দান করার কথা রয়েছে। রাত ১০টায় আনুষ্ঠানিকভাবে গরু জবাই পর্ব শুরু হবে। এরপর রাতে এই গরুগুলোর মাংস শিরনির জন্য প্রস্তুত করে রাখা হবে। বাংলাদেশ মাজার ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ মকন মিয়া রাতে মানবজমিনকে জানিয়েছেন ওরসে যাতে কোনো সমস্যা না হয় সে কারণে ১২০০ ভলান্টিয়ার রয়েছে। এর বাইরে পুলিশ, র‌্যাবের পক্ষ থেকেও পর্যাপ্ত নিরাপত্তা রাখা হয়েছে। ৭০০তম ওরস মোবারক হওয়ার কারণে এবারের ওরসে বেশি সংখ্যক ভক্ত অংশ নিচ্ছেন বলে জানান তিনি। এদিকে ওরস উপলক্ষে মাজারের উত্তর পাশে ও পশ্চিম পাশের ঝরনার পাড় এলাকায় মুর্শিদী গানের আসর বসানো হয়েছে। অর্ধ শতাধিক গানের আসর বসেছে। এসব গানের আসর গানে-গানে মুখরিত হয়ে উঠেছে। মহিলাদের ইবাদতখানায়ও মহিলা ভক্তে ঠাসা।
গতকাল বিকাল পর্যন্ত নগরীতে অর্ধশতাধিক গাড়ি মাইক বাজিয়ে এসে নগরীতে প্রবেশ করেছে। এসব গাড়ি পুলিশের নির্দেশমতো নগরীর শাহী ঈদগাহ সহ কয়েকটি এলাকায় রাখা হয়েছে। ওরসকে কেন্দ্র করে সিলেট নগর পুলিশের পক্ষ থেকে কয়েক দফা নিরাপত্তা বৈঠক করা হয়েছে। এই বৈঠকে মাজারের লোকজন উপস্থিত ছিলেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মুছা মানবজমিনকে জানিয়েছেন, ওরস উপলক্ষে মাজার এলাকা পুরোটা সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে। বসানো হয়েছে ৬০টি সিসি ক্যামেরা। পুলিশের একটি টিম সব সময় নিরাপত্তা তদারকি করছে। নিরাপত্তায় প্রায় ১ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে। তিনি জানান, মাজারের প্রধান ফটকে আর্চওয়ে ফটক বসানো হয়েছে। অন্য দুটি প্রবেশমুখে তল্লাশির মাধ্যমে ভক্তদের ঢুকতে দেয়া হবে বলে জানান তিনি। এদিকে র‌্যাবের পক্ষ থেকে ওরস উপলক্ষে আলাদা নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। গোয়েন্দাদের তরফ থেকে বাড়ানো হয়েছে নজরদারি। ওরসে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণেই এ ব্যবস্থা।



অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর