× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

বার্সেলোনায় হারে শুরু গ্রিজম্যান-ডি ইয়ংয়ের

খেলা

স্পোর্টস ডেস্ক
২৩ জুলাই ২০১৯, মঙ্গলবার

বার্সেলোনায় শুরুটা ভালো হলো না আতোয়ান গ্রিজম্যান-ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের। মঙ্গলবার চেলসির বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক ম্যাচে ২-১ গোলে হেরেছে বার্সা। আর চেলসির কোচ হিসেবে অভিষেকেই জয় দেখলেন দলটির সাবেক খেলোয়াড় ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। এ ম্যাচে খেলেননি অধিনায়ক লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও ফিলিপে কুটিনহো। জাপানের সাইতামা স্টেডিয়ামে ম্যাচের ৩৪তম মিনিটে চেলসিকে এগিয়ে দেন টামি আব্রাহাম। এরপর ৮১তম মিনিটে ব্যবধান বাড়ান রস বার্কলি। যোগ করা সময়ে বার্সার ব্যবধান কমান ইভান রাকিতিচ।
১০৮ মিলিয়ন পাউন্ডে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে বার্সেলোনায় যোগ দিয়েছেন ফরাসি ফরোয়ার্ড গ্রিজম্যান।
আর নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স আমস্টারডাম থেকে মিডফিল্ডার ফ্রাঙ্কি ডি ইয়ংকে নিতে ৭৫ মিলিয়ন ইউরো খরচ করেছে কাতানুলিয়ান ক্লাবটি। চেলসির বিপক্ষে নামার আগে গ্রিজম্যান বলেন, ‘আমি বার্সেলোনার একজন একজন কী-প্লেয়ার হতে চাই। আশা করি,আমার একটা বড় ভূমিকা থাকবে দলে।’ গ্রিজম্যান আসায় বার্সার আক্রমণভাগের একজন খেলোয়াড় সম্ভবত বিদায় নেবেন। তিনি হতে পারেন ফিলিপে কুটিনহো অথবা উসমান দেম্বেলে। শোনা যাচ্ছে, নেইমারকে পেতে পিএসজিকে কুটিনহো-ডেম্বেলে দু’জনকেই দিয়ে দিতে রাজি বার্সা। গতকাল চেলসির বিপক্ষে অবশ্য খেলেছেন দেম্বেলে। তবে কুটিনহোকে বিশ্রাম দেয়া হয়েছে এই সফর থেকে। তার ৭ নম্বর জার্সি পরে খেলেছেন বার্সার ‘বি’ টিমের খেলোয়াড় চালর্স পেরেজ। পেরেজকে কেন কুটিনহোর জার্সি দেয়া হলো- এ নিয়ে বার্সা ভক্তদের মনে দ্বিধা-দ্বন্দ্ব তৈরি হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর