× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

চিরিরবন্দরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

বাংলারজমিন

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
২৪ জুলাই ২০১৯, বুধবার

 চিরিরবন্দরে স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে। ২২শে জুলাই দিবাগত রাত আনুমানিক আড়াইটায় উপজেলার অমরপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের চার জামায়াত নামক স্থানে এ ঘটনা ঘটেছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকার আমিনউদ্দিন শাহ্‌র ছেলে সিরাজুল ইসলাম লাল্টুকে (৩০) কেরামবোর্ড খেলায় বাধা দেয়ায় তার স্ত্রীকে মারধর করে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে। নিহতের ছোট ভাই রাজীব জানায়, ভগ্নিপতি তার বোনকে হত্যা করে আমাদের কাউকে না জানিয়ে গোপনে মরদেহ দাফনের চেষ্টা করে। এ সময় আমরা অন্য লোকের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কারণ জানতে চাইলে, ভগ্নিপতি পরিবারের লোকজন আমাদের মারধরের হুমকি দিলে আমরা থানা পুলিশের দ্বারস্থ হই।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন আকন্দ জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় বোন উম্মে কুলসুম ওরফে বুলবুলি বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
যার মামলা নং ৩২।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক স্বামী সিরাজুল ইসলাম লাল্টুকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর