× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

সিরাজগঞ্জে স্বামীর মৃত্যুদণ্ড

বাংলারজমিন

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৪ জুলাই ২০১৯, বুধবার

সিরাজগঞ্জ সদরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে স্বামী কামরুল ইসলাম (৪২)কে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের (১) বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত কামরুল সদর উপজেলার চরবনবাড়িয়া গ্রামের আবুল হোসেন ডিলারের ছেলে। আদালতের বিশেষ পিপি শেখ আব্দুল হামিদ লাভলু জানান, ১৯৯৮ সালে শহরের দিয়ারধানগড়া মহল্লার আব্দুল আজিজের মেয়ে মুন্নী খাতুনের (৩২) বিয়ে হয় চরবনবাড়িয়ার কামরুলের সঙ্গে। সে মাঝে মধ্যেই যৌতুকের জন্য তার স্ত্রীকে নির্যাতন করতো। একপর্যায়ে ২ লাখ টাকা দিয়েছিল মুন্নীর পরিবার।
 আবারো সে ৩ লাখ টাকার জন্য মুন্নীকে নির্যাতন করতে থাকে। এ অবস্থায় ২০১২ সালের ১২ই জুলাই ভোরে কামরুল তার স্ত্রীকে মারপিট ও গলাটিপে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় নিহতের বোন পারুল বেগম বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।
সাক্ষ্য প্রমাণ শেষে আসামির উপস্থিতিতে বিচারক উল্লেখিত রায় প্রদান করেন।  
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর