× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

স্টোকস মিথ্যাচার করেছেন দাবি ধর্মসেনার

খেলা

স্পোর্টস ডেস্ক
২৪ জুলাই ২০১৯, বুধবার

ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক তিনি। তার অলরাউন্ড পারফরম্যান্সে ভর করেই শ্বাসরুদ্ধকর এক ফাইনাল জিতে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছে ইংলিশরা। বেন স্টোকস তাই ইংল্যান্ডে এখন জাতীয় বীর। এই স্টোকসকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ম্যাচের আম্পায়ার কুমার ধর্মসেনা। দু’দিন আগে শেষ ওভারে ওভার থ্রোতে ইংল্যান্ডকে ৬ রান দেয়ার সিদ্ধান্ত ভুল ছিল বলে স্বীকার করেছেন ওই ম্যাচের ফিল্ড আম্পায়ার ধর্মসেনা। তার দেয়া ওই সিদ্ধান্ত শেষ পর্যন্ত টুর্নামেন্টের ভাগ্য গড়ে দিলেও এ ভুলে কোনো অনুশোচনা বোধ করছেন না বলেও জানিয়েছেন লঙ্কান এই আম্পায়ার। পাশাপাশি স্টোকস মিথ্যাচার করছেন বলে দাবি এই লঙ্কান আম্পায়ারের।
নাটকীয়তাপূর্ণ ফাইনালে শেষ ৩ বলে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ৯ রান। তখন শেষ ওভারে ট্রেন্ট বোল্টের করা চতুর্থ বলটি মিড উইকেটে ঠেলে দিয়ে এক রান নেন বাঁহাতি ইংলিশ ব্যাটসম্যান বেন স্টোকস।
ব্যবধান কমানোর জন্য ওই বলে দুই রান নিতে দৌড় দিলেন স্টোকস আর আদিল রশিদ। একেবারে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন মার্টিন গাপটিল। রান আউট করার জন্য তিনি যে থ্রো করেন, স্ট্যাম্পে আঘাত না হেনে লাগে স্টোকসের ব্যাটে। সেখান থেকে বল চলে যায় বাউন্ডারি বাইরে। আইসিসির নিয়ম অনুযায়ী সেই বলে ৫ রান হওয়ার কথা থাকলেও, সেখানে ভুলে ৬ রানের নির্দেশ দেন অনফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা। সেটা না হলে নিউজিল্যান্ডই জিতে যেতো। টুর্নামেন্ট শেষ হওয়ার পরও লঙ্কান এই আম্পায়ারের উপর থেকে তাই দোষের বোঝা নামেনি। এরই মধ্যে খবর জানাযায় ফাইনালের নায়ক বেন স্টোকস নাকি ওই সময় নিজে থেকেই আম্পায়ারকে বলেছিলেন, যাতে এই ৪টি রান দেয়া না হয়।
বিবিসির কাছে এমন তথ্য জানান ইংল্যান্ডের বর্ষীয়ান পেসার জেমস অ্যান্ডারসন। তিনি যেহেতু কাঠগড়ায়, কুমার ধর্মসেনার
কাছে এই প্রশ্নও আসে- যেখানে খোদ বেন স্টোকস ৪ রান বাতিল করতে চেয়েছিলেন, সেখানে তিনি কেন সেটা করলেন না? জবাবে এমন দাবি নাকচই করে দেন ধর্মসেনা। লঙ্কান এই আম্পায়ার জানান, এমন কোনো আবেদন করেননি স্টোকস। তবে কি ফাইনালের হিরো হওয়ার পর নিজেকে আরো উচ্চতায় তুলতে সততার এই দাবি করেছেন স্টোকস? ইংলিশ অলরাউন্ডার এই বিষয়ে কি বলেন, সেটির জন্য অপেক্ষায় থাকা যাক।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর