× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

মিঠুনের ব্যাটে প্রস্তুতি ম্যাচে সহজ জয় টাইগারদের

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৪ জুলাই ২০১৯, বুধবার

শ্রীলঙ্কায় যাওয়ার আগে মোসাদ্দেক হোসেন সৈকত বলেছিলেন, ‘এ সিরিজে বাংলাদেশ ফেভারিট।’ শুরুটা ফেভারিটের মতোই হলো। ব্যাটিং নৈপুণ্যে গতকাল কলম্বোয় লঙ্কান বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সহজ জয় পায় বাংলাদেশ ক্রিকেট দল। বোর্ড একাদশের দেয়া ২৮৩ রানের লক্ষ্য ৫ উইকেট ও ১১ বল হাতে রেখে টপকে যায় টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে মূল সিরিজের আগে এটি ছিল একমাত্র প্রস্তুতি ম্যাচ।
বাংলাদেশের টপ অর্ডার ও মিডল অর্ডার ব্যাটসম্যানদের প্রায় সবাই রান পেয়েছেন। সর্বোচ্চ ৯১ রান করেন মোহাম্মদ মিঠুন। যাতে ছিল ১১ চার ও একটি বিশাল ছক্কার মার। বড় ইনিংস খেলতে না পারায় বিশ্বকাপে মাত্র ৩ ম্যাচ খেলার সুযোগ হয় মিঠুনের। প্রস্তুতি ম্যাচে ভালো ব্যাটিং করে নিজ সামর্থ্যের জানান দিলেন এ ডানহাতি।
শ্রীলঙ্কায় আসার আগে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষেও ফিফটি হাঁকান মিঠুন।  ফর্ম ধরে রেখেছেন মুশফিকুর রহীম। তার ব্যাট থেকে আসে ৪৬ বলে ৫০ রান। এছাড়া ওপেনার তামিম ইকবাল ৩৭, মাহমুদুল্লাহ রিয়াদ ৩৩ রান করেন। সাব্বির রহমান ৩১ ও মোসাদ্দেক হোসেন সৈকত ১৫ রানে অপরাজিত থাকেন। বরাবরের মতো হতাশ করেছেন সৌম্য সরকার। ১৩ রান করে আউট হন তিনি।
এর আগে নির্ধারিত ৫০ ওভারে ২৮২ রান সংগ্রহ করে লঙ্কান বোর্ড প্রেসিডেন্ট একাদশ।  বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন সৌম্য সরকার ও রুবেল হোসেন। এছাড়া ১টি করে উইকেট পান তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। তাসকিন যথেষ্ট খরুচে ছিলেন। ৮ ওভারে দেন ৫৭ রান। মোস্তাফিজ যথেষ্ট কৃপণ ছিলেন। ৭ ওভারে দেন ২৯। রুবেল ৭ ওভারে দিয়েছেন ৩১ রান। লঙ্কান বোর্ড প্রেসিডেন্ট একাদশের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন দানুশ শানাকা। এছাড়া ৫৬ রান আসে শেহান জয়াসুরিয়ার ব্যাট থেকে। এ প্রস্তুতি ম্যাচে দুই দলেরই ১৩ জন করে খেলোয়াড় খেলেছেন। তবে ব্যাটিং ও বোলিং করেন নির্দিষ্ট ১১ ক্রিকেটার। বাংলাদেশের স্কোয়াডে থাকা ১৪ জনের মধ্যে কেবল ফরহাদ রেজা ছিলেন না এ ম্যাচে।
আসছে শুক্রবার কলম্বোয় তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজের বাকি দুটি ম্যাচ যথাক্রমে ২৮ ও ৩১শে জুলাই।

স্কোর
লঙ্কান বোর্ড একাদশ: ৫০ ওভারে ২৮২/৮ (দানুশ গুনাথিলাকা ২৬, রাজাপাকশে ৩২, শেনান জয়াসুরিয়া ৫৬, দানুশ শানাকা ৮৬*; রুবেল হোসেন ২/৩১, তাসিকন আহমেদ ১/৫৭, মোস্তাফিজ ১/২৯, সৌম্য সরকার ২/২৯।
বাংলাদেশ: ৪৮.১ ওভারে ২৮৫/৫ (তামিম ৩৭, মিঠুন ৯১, মুশফিক ৫০, রিয়াদ ৩৩, সাব্বির ৩১*; লাহিরু কুমারা ২/২৬, কাসুন রাজিথা ১/৫৭)।
ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর