× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

তুরস্কের সেনা ও নৌপ্রধানের সঙ্গে বাংলাদেশ নৌপ্রধানের সাক্ষাৎ

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
২৪ জুলাই ২০১৯, বুধবার

তুরস্ক সফররত বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী সোমবার দেশটির সেনা ও নৌপ্রধান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে, নৌপ্রধান দেশটির প্রথম রাষ্ট্রপতি ও আধুনিক তুরস্কের জনক মোস্তফা কামাল আতাতুর্কের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে, তিনি দেশটির সেনাপ্রধান জেনারেল ইয়াছের গুলার এবং নৌপ্রধান এডমিরাল আদনান ওজভাল এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।  আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, দেশটির সেনা প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নৌপ্রধান সেখানে নৌবাহিনী সদর দপ্তরে এসে পৌঁছালে একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। সৌজন্য সাক্ষাৎকালে দুই দেশের নৌপ্রধান বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যকার প্রশিক্ষণ, জাহাজ নির্মাণ এবং সাইবার নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এছাড়া, তুরস্কের নৌপ্রধান ভ্রাতৃপ্রতীম দেশ হিসেবে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন এবং বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সহায়তায় বাংলাদেশ তথা প্রধানমন্ত্রীর মানবিক মূল্যবোধের ভূয়সী প্রশংসা করেন। বিকেলে তিনি তুরস্কের প্রতিরক্ষা শিল্পের সভাপতি ইসমাইল ডেমির এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া, নৌপ্রধান প্রতিরক্ষা শিল্প সংশ্লিষ্ট এসেলসান, রকেটসান, হ্যাভেলসান ও এসটিএমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর