× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফের ঢাকা আসছেন

দেশ বিদেশ

মিজানুর রহমান
২৪ জুলাই ২০১৯, বুধবার

ফের ঢাকা সফরে আসছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো। রোহিঙ্গা পরিস্থিতি সরজমিনে দেখা এবং এ নিয়ে আলোচনাসহ দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে কথা বলতে আসছেন তিনি। চলতি মাসের সমাপনীতে হবে তার সফর। সময়ক্ষণ প্রায় চূড়ান্ত তবে এজেন্ডা বা সফরসূচি চূড়ান্তকরণের আলোচনা চলছে এমনটাই জানিয়েছেন ঢাকার দায়িত্বশীল প্রতিনিধিরা। গত বছরের আগস্টে তারো কোনো সর্বশেষ বাংলাদেশ সফর করেন। সেই সময়ে তিনি মিয়ানমার হয়ে ঢাকায় এসেছিলেন। রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ ও প্রস্তুতি দেখাই ছিল তার সফরের মুখ্য উপলক্ষ। এবারে তার সফরে রোহিঙ্গা সংকট প্রসঙ্গ গুরুত্ব পাবে।
তবে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে স্টক টেকিং হবে বলেও আভাস মিলেছে। প্রস্তাবিত সফরসূচি মতে, সবকিছু ঠিক থাকলে ২৯শে জুলাই পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো ঢাকায় পৌছাবেন। ৩০শে জুলাই তিনি কক্সবাজারস্থ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং বাস্তুুচ্যুতদের সঙ্গে মতবিনিময় করবেন। ওই দিনেই ঢাকায় ফিরে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের নেতৃত্বাধীন বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। ৩১শে জুলাই তার ফিরে যাওয়ার কথা রয়েছে। কূটনৈতিক সূত্র মতে, জাপান আগামী ২০২৫ সালের জন্য ওয়ার্ল্ড এক্সপোর আয়োজনে প্রস্তুতি নিচ্ছে। তারা এতে বাংলাদেশের সমর্থন পেতে চায়। এ ছাড়া আগামী ২০২৩-২৪ মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে লড়তে আগ্রহী। এতেও  ঢাকাকে পাশে চায় টোকিও। জাপানের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট মতে, রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানে টোকিও ঠিক মধ্যস্থতার ভূমিকায় না থাকলেও তারা বাংলাদেশ ও মিয়ানমারকে এ নিয়ে ক্রমাগত উৎসাহ দিয়ে যাচ্ছেন।
সংকটের মানবিক এবং রাজনৈতিক সমাধান চেষ্টায় জাপান ভূমিকা রেখে চলেছে। উল্লেখ্য, গত মে মাসের সমাপনীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফর করেন। সেই সময়ে দ্বিপক্ষীয় সহযোগিতার নানা প্রতিশ্রুতি আসে। শীর্ষ পর্যায়ের আলোচনা- পরবর্তী ওই সব প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়েও পররাষ্ট্রমন্ত্রী তারো কোনোর ঢাকা সফরে কথা হতে পারে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর