× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

বিমানবন্দরের হেনস্থার শিকার ওয়াসিম আকরাম

খেলা

স্পোর্টস ডেস্ক
২৪ জুলাই ২০১৯, বুধবার

ম্যানচেস্টারের বিমানবন্দরে হেনস্তার শিকার পাকিস্তানের সাবেক গতিতারকা ওয়াসিম আকরাম। ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে ধারাভাষ্যকার ছিলেন পাকিস্তানের কিংবদন্তি গতি তারকা ওয়াসিম আকরাম। ইংল্যান্ডের একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত ঘুরে বেড়িয়েছেন সাবলীল ভাবে। কিন্তু বিশ্বকাপ শেষের এক সপ্তাহ পর ম্যানচেস্টারের বিমান বন্দরে জিজ্ঞাসাবাদের মুখে পরেন ‘কিং অব সুই’ খ্যাত এই তারকা।

দীর্ঘ দিন ধরে ডায়বেটিকসে ভুগছেন ওয়াসিম আকরাম। তাই সবসময় ইনসুলিন নিয়ে ঘুরেন তিনি। ভারত-পাকিস্তান ম্যাচেও ম্যানচেস্টারের এসেছিলেন ইনসুলিন নিয়েই। তখন কোনো ঝামেলায় পারতে হয়নি ওয়াসিম আকরামকে। কিন্তু মঙ্গলবার ম্যানচেস্টারের বিমানবন্দরে তার ব্যাগে ইনসুলিন থাকায় তাতে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়।
পরে তাকে অপমান ও অশোভনীয় আচরণ করে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা।

বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরদের এমন আচরণে ক্ষেভের প্রকাশ করে নিজের টুইটার একাউন্টে। টুইটার বার্তায় তিনি লেখেন, ‘ম্যানচেস্টার বিমানবন্দরে আজ আমার সঙ্গে যা হলো তাতে আমি মর্মাহত। আমি এই ইনসুলিন ব্যাগ নিয়ে বিশ্বের অনেক জায়গায় ঘুরে বেড়িয়েছি। কিন্তু কখনো হেনস্থার শিকার হতে হয়নি। আমি খুবই লজ্জিত। আজকে আমাকে সবার সামনে আমাকে হেনস্থা করা হলো। আমাকে অভদ্রভাবে প্রশ্ন করা হয়েছে এবং ব্যাগ থেকে ইনসুলিন বের করে ফেলে দিতে বলা হয়েছে।’

বিমানবন্দরের কা- নিয়ে ওয়াসিম আকরাম বলেন, ‘আমি বলছি না সবার থেকে আমার সঙ্গে  ভিন্ন আচরণ করা হোক। কিন্তু সবার সঙ্গে যতœ নিয়ে ভালো আচরণ করা উচিত। আমি জানি তারা নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করছে। তার মানে এই নয় যে তারা লোকদের সঙ্গে খারাপ আচরণ করবে।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর