× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

শিমলায় বাংলাদেশী রাজনীতিকের ছেলের ‘আত্মহত্যা’

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৪ বছর আগে) জুলাই ২৪, ২০১৯, বুধবার, ১১:২১ পূর্বাহ্ন
এসপি উমাপতি

ভারতের শিমলায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বাংলাদেশী ছাত্র এজাজুল ইসলাম ‘আত্মহত্যা’ করেছেন। তিনি শিমলায় একটি ভাড়া বাসায় থাকতেন। মঙ্গলবার সেখানে তিনি ‘আত্মহত্যা’ করেছেন বলে মনে করছে কর্তৃপক্ষ। বাংলাদেশী অন্য শিক্ষার্থীদের মতে, এজাজুল ইসলাম বাংলাদেশের একজন সুপরিচিত রাজনীতিক শহিদুল ইসলামের ছেলে। শহিদুল ইসলাম গত বছর ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। তার ছেলে এজাজুল এপি গয়াল ইউনিভার্সিটিতে ব্যাচেলর অব বিজনেস এডমিনিস্ট্রেশন (বিবিএ) পড়ছিলেন। তাদের বাড়ি রংপুরের তারাগঞ্জে। এ খবর দিয়েছে ভারতের বার্তা সংস্থা এএনআই।


এ বিষয়ে এসপি উমাপতি জামওয়াল বলেছেন, ভারতীয় দন্ডবিধির ১৭৪ ধারার অধীনে এ বিষয়ে একটি মামলা করা হয়েছে। বিষয়টি অবহিত করা হয়েছে বাংলাদেশ দূতাবাসকে। তিনি আরো বলেছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি একটি আত্মহত্যা। তবে ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে কি ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে কোনো আত্মহত্যার চিরকুট পাই নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মানুষ আমাদেরকে তার ছবি পাঠিয়েছে। আমরা সেগুলো যাচাই করে দেখছি।

ওদিকে এজাজুল ইসলামের লাশের ময়না তদন্ত শেষে তা হস্তান্তর করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে তার সহপাঠীদের কাছে। বর্তমানে লাশ রাখা হয়েছে ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর