× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

হয়ে গেল ‘শান্তি চলচ্চিত্র উৎসব’ / ‘অ্যাম্বাসেডর অফ পিস’ পুরস্কার পেলেন শাহাদাত রাসএল

বিনোদন

স্টাফ রিপোর্টার
২৪ জুলাই ২০১৯, বুধবার

গত ২২ ও ২৩ শে জুলাই রাজধানীর পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে হয়ে গেল দুইদিনের ‘শান্তি চলচ্চিত্র উৎসব’। দুইদিনের এই আয়োজনে চলচ্চিত্র উৎসব পরিচালকের দায়িত্ব পালন করেন দর্শকপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা রোকেয়া প্রাচী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তথ্যমন্ত্রী অনুষ্ঠানে বলেন, চলচ্চিত্রে অনুদানের টাকা আমরা বৃদ্ধি করছি। আমরা এখন যে পরিমাণ অনুদান দেই এই অর্থ বছর থেকে আমরা তার দ্বিগুণ দেব। প্রতি সিনেমার জন্য অনুদানের যে অঙ্ক সেটিও আমরা বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা ও নীতিমালা এরই মধ্যে গ্রহণ করেছি। উৎসব সমাপনীতে ‘কালার অফ চাইল্ডহুড’ ছবির জন্য ‘অ্যাম্বাসেডর অফ পিস’ নামে উৎসবের সেরা পুরস্কার পেয়েছেন নির্মাতা শাহাদাত রাসএল। তিনি বলেন, এটা আমার জন্য বিশেষ একটি পুরস্কার।
ছবিটি এবারই প্রথম আমার দেশের কোনো উৎসবে প্রদর্শীত হলো।

এর আগে আমেরিকার আটলান্টাতে ‘১৭তম আর্বাল মিডিয়ামেকার ফিল্ম ফেস্টিভ্যাল’ ও ভারতের পুনেতে অনুষ্ঠিত হওয়া ‘৩য় পুনে ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল’-এ সেরা ফিল্মের পুরস্কার অর্জন করে। আগামী ২৮ জুলাই কানাডার টরেন্টোতে ‘৩য় মাল্টি কালচার ফিল্ম ফেস্টিভ্যাল’-এ প্রদর্শিত হবে এই চলচ্চিত্রটি। প্রতিটি সম্মাননাই আমার জন্য ভীষণ অনুপ্রেরণার। উৎসবে তার পাশাপাশি আরও তিন নির্মাতা পুরস্কার জিতেন। ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের পক্ষে এই উৎসবের নাম রাখা হয় ‘শান্তি চলচ্চিত্র উৎসব’। এ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের দায়িত্বে আছেন পারভেজ সিদ্দিকী। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সম্প্রীতি প্রকল্পের আওতায় এই উৎসবের আয়োজন করা হয়। উল্লেখ্য, বাংলাদেশে প্রথমবারের মত আয়োজিত এই উৎসবে ২৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর