বাংলারজমিন
ভাঙ্গুড়ায় ডেঙ্গু রোগী শনাক্ত
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
২০১৯-০৮-০৯
সারা দেশের মতো পাবনার ভাঙ্গুড়া উপজেলাতেও ডেঙ্গু রোগের বিস্তার ঘটেছে। বুধবার বিকালে সর্বপ্রথম একজন কলেজছাত্রের ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার বিষয়টি তার পরিবার সূত্রে নিশ্চিত হওয়া যায়। আক্রান্ত যুবকের নাম শরিফুল ইসলাম (২০)। সে ভাঙ্গুড়া পৌর শহরের সারুটিয়া মহল্লায় তার খালা উপজেলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখির বাসায় থেকে পাশের চাটমোহর সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়াশোনা করে। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার আগে গত এক বছর সে ভাঙ্গুড়ার বাইরে যায়নি বলে তার পরিবার জানায়। পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকালে জ্বরে আক্রান্ত হয় শরিফুল। এরপর তাকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে ডেঙ্গু শনাক্তের কোনো ব্যবস্থা না থাকায় তাকে ক্লিনিকে নিয়ে রক্ত পরীক্ষা করতে বলে হাসপাতাল কর্তৃপক্ষ। পরদিন বুধবার পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার একটি ক্লিনিকে শরিফুলের রক্ত পরীক্ষা করা হয়। এতে ওই দিন বিকালে সেখানে শরিফুলকে ডেঙ্গু আক্রান্ত উল্লেখ করে রিপোর্ট প্রদান করে ক্লিনিকের প্যাথলজি বিভাগ।
এরপর বিকালেই শরিফুলকে পাবনা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে তার পরিবার। সেখানেও দ্বিতীয়বার পরীক্ষা করে তার রক্তে ডেঙ্গু জ্বরের ভাইরাস পাওয়া যায়। বর্তমানে শরিফুল পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শরিফুলের খালা উপজেলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি জানান, ছোটবেলা থেকে শরিপুল তার বাসায় থেকে লেখাপড়া করে। গত এক বছরে সে ভাঙ্গুড়ার বাইরে কোথাও যায়নি। এরপরও সে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় পরিবারের সকলেই দুশ্চিন্তার মধ্যে আছে।
এরপর বিকালেই শরিফুলকে পাবনা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে তার পরিবার। সেখানেও দ্বিতীয়বার পরীক্ষা করে তার রক্তে ডেঙ্গু জ্বরের ভাইরাস পাওয়া যায়। বর্তমানে শরিফুল পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শরিফুলের খালা উপজেলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি জানান, ছোটবেলা থেকে শরিপুল তার বাসায় থেকে লেখাপড়া করে। গত এক বছরে সে ভাঙ্গুড়ার বাইরে কোথাও যায়নি। এরপরও সে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় পরিবারের সকলেই দুশ্চিন্তার মধ্যে আছে।