শেষের পাতা

‘ডেঙ্গু নিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে বলার মতো কিছু নেই’

স্টাফ রিপোর্টার

২০১৯-০৮-০৯

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডেঙ্গু নিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে বলার মতো কিছু  নেই। গতকাল দৈনিক যুগান্তর কার্যালয়ে আয়োজিত ‘ডেঙ্গু নিয়ন্ত্রণ ও সচেতনতায় করণীয়’ শিরোনামে এক গোলটেবিল আলোচনায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী  জাহিদ মালেক বলেন, রোগীর সংখ্যা ও মৃতের সংখ্যা হাইড করার কিছু নাই। তবে সংখ্যা ফুলিয়ে ফাঁপিয়ে বলার মতো কিছু নাই।

সাংবাদিকদের তিনি বলেন, এমন  কোনো ফিগার বলবেন না যেন আতঙ্কিত হয়ে হাসপাতালগুলোতে  রোগীর লম্বা লাইন লেগে যায়। এটা থেকে বিরত থাকুন। ব্যঙ্গ করলে চলবে না। দেখতে হবে কতটুকু  সেবা দিলাম, কতগুলো হাসপাতালে ভিজিটে গেলাম। গণমাধ্যমের কাছে দায়িত্বশীলতা আশা করে মন্ত্রী বলেন, আপনাকে রেসপনসিবল হতে হবে। প্রত্যেককে যার ?যার অবস্থান  থেকে রেসপনসিবিলিটি  শো করতে হবে।

জাহিদ মালেক বলেন, অনেকে অনেক কথা বলেছে। ক’জনে পাশে দাঁড়িয়েছে, কজনে হাসপাতালে ভিজিট করছে? এ বিষয়গুলো আমাদের বোঝার বিষয় আছে। তবে ডেঙ্গু মোকাবিলায় পরিকল্পনার অভাবের কথা স্বীকার করেছেন স্বাস্থ্যমন্ত্রী। আমাদের প্ল্যানিংয়ের অভাব ছিল। তবে নাউ থিংস উইল বি অলরাইট। আমাদের সঠিক জায়গায় অ্যাকশনে  যেতে হবে। প্রবলেম থেকে বেরিয়ে আসতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় ‘সর্বশক্তি’ দিয়ে  ডেঙ্গু মোকাবিলায় কাজ করছে দাবি করে মন্ত্রী সরকারি হাসপাতালগুলোর বাস্তব চিত্রও তুলে ধরেন। মন্ত্রী বলেন, রাজধানীর হাসপাতালগুলো ২০০ পারসেন্ট ক্যাপাসিটি নিয়ে চলে। আরও ২০০ অ্যাড হলে কতখানি বেগ পেতে হচ্ছে তা আপনারাই ভেবে দেখুন। চিকিৎসকরা জীবন বাজি  রেখে ২৪ ঘণ্টা কাজ করছেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status