× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

চট্টগ্রামে মদপানে ৩ যুবকের মৃত্যু

অনলাইন

অনলাইন ডেস্ক
(৪ বছর আগে) আগস্ট ১৫, ২০১৯, বৃহস্পতিবার, ৩:০৪ পূর্বাহ্ন

চট্টগ্রাম নগরীতে মদপানে তিন যুবক মারা গেছেন। এ ঘটনায় আরও এক যুবক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বিশ্বজিৎ মল্লিক (২৮), শাওন মজুমদার জুয়েল (৩০) এবং মিল্টন গোমেজ (৩২)। আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, রাতে নগরীর আকবর শাহ থানার বিশ্ব কলোনির মালিপাড়া এলাকায় চারজন মদপানে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ জানান, বুধবার রাতে চারজনকে হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক বিশ্বজিৎ মল্লিক ও শাওন মজুমদার জুয়েলকে মৃত ঘোষণা করেন। বাকি দু’জনকে তাদের স্বজনরা বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।
পরে বেসরকারি হাসপাতালে মিল্টন গোমেজের মৃত্যু হয়।

ওসি মোস্তাফিজুর রহমান চৌধুরী জানান, অসুস্থ অবস্থায় উজ্জ্বল বণিক নামে একজন নগরীর মেহেদিবাগে বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন, চারজনের বাড়িই মালিপাড়ায়। তারা নিয়মিত মদ পান করে। মালিপাড়ায় আগে নিজেরাই মদ উৎপাদন করে বিক্রি করতো এবং পানও করতো। কিন্তু ছয়মাস আগে আমরা রেইড দিয়ে সেটা বন্ধ করেছি।

ওসি আরও বলেন, অসুস্থ উজ্জ্বলকে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি- তারা কেরু কোম্পানির ভদকা মদ পান করেছিল। আমরা যেটা জেনেছি- অনুমোদিত দোকানের মদ বাইরে এনে ভেজাল করা হয়। এক বোতলের মদে অন্য মদ মিশিয়ে ২-৩ বোতল করা হয়। সেই ভেজাল মদ খেয়ে তাদের মৃত্যু হয়েছে কি না, সেটা আমরা তদন্ত করে দেখব।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর