× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

পাকুন্দিয়ায় বিনামূল্যে ডেঙ্গু চিকিৎসাসেবা

বাংলারজমিন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৯, শনিবার

সম্প্রতি দেশজুড়ে ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়েছে। এতে অনেকেই আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ডেঙ্গু আতঙ্কে পুরো দেশ। ডেঙ্গু সম্পর্কে সচেতন হতে ও শনাক্ত করতে বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী এ চিকিৎসা সেবার আয়োজন করে বুরুদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগ। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মঠখোলার বটতলা বাজারে এ চিকিৎসা সেবা দেয়া হয়।
তিনজন চিকিৎসক বুরুদিয়া ইউনিয়নসহ আশেপাশের কয়েকশ’ মানুষ বিনা মূল্যে ডেঙ্গু শনাক্তকরণ ও অন্যান্য রোগের চিকিৎসা সেবা গ্রহণ করেন। এতে এলাকার লোকজন সন্তোষ প্রকাশ করেন।
চিকিৎসা সেবার উদ্বোধন করেন বুরুদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার জাহান সুমন। বুরুদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য, সাবেক আইজিপি, রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন বুরুদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল আকন্দ, বটতলা বাজার কমিটির সভাপতি রহিম দাদ খান প্রমুখ। বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে ব্যতিক্রমী এমন উদ্যোগ সবার নজর কাড়ে।
এ ব্যাপারে বুরুদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও উদ্যোক্তা দেলোয়ার জাহান সুমন বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার মহান স্থপতি। জাতির পিতার স্মরণে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও বিনা মূল্যে চিকিৎসা সেবার আয়োজন করেছি। যাতে তার বিদেহী আত্মা শান্তি পায়। এ ছাড়াও সম্প্রতি সারা দেশে ডেঙ্গু রোগের বিস্তার লাভ করেছে। ঈদে লোকজন ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছেন। সে দিকটা চিন্তা করে তারা যাতে সচেতন হন এবং বিনা মূল্যে ডেঙ্গু রোগ শনাক্ত করতে পারেন সেজন্যই এমন উদ্যোগ নেয়া হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর