× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ভাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর

বাংলারজমিন

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৯, শনিবার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামে পূর্বশত্রুতা ও টাকা ধার না দেয়ায় ইটালি প্রবাসী আনোয়ার মুন্সীর বাড়িতে হামলা চালিয়ে ঘর-দরজা ও আসবাবপত্র ভাঙচুর করেছে এলাকার কতিপয় দুর্বৃত্ত। গতকাল সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি মামলার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে। ঘটনার শিকার প্রবাসীর ছেলে ইয়াসিন মুন্সী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন একই এলাকার মিঠুন মুন্সী, নজরুল মাতুব্বর গংরা আমার কাছে বিভিন্ন সময়ে টাকা দাবি করে আসছে। মোটরসাইকেল নিয়ে প্রায়ই আমার কাছ থেকে টাকা ধার হিসেবে নিয়ে ফেরত চাইলে তারা বলে, শান্তিতে থাকতে চাইলে আমাদের মোটরসাইকেলের তেল খরচ দিবি। একপর্যায়ে তারা বেপরোয়া হয়ে উঠে। তারা আমার বাবার বিদেশ থেকে পাঠানো টাকা থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। আমি দিতে অস্বীকার করলে তারা আমাদের পরিবারের সদস্যদের দেখে নেবে বলে হুমকি দেয়।
একপর্যায়ে এলাকার মিঠুন মুন্সী, নজরুল মাতুব্বর, রুবেল খাসহ অজ্ঞাত ব্যক্তি সংঘবদ্ধভাবে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বাড়ি-ঘরে তাণ্ডব চালিয়ে ঘরের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় আমার মা হামিদা বেগম ও স্থানীয় সামাদ মুন্সীকে তারা পিটিয়ে আহত করে। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলা করা হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান বলেন, অভিযোগের পর পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সাবেক ইউপি সদস্য আ. হক ও জনৈক আওয়ামী লীগ নেতা টোকন মুন্সী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এরা ইয়াবা বিক্রয় করে এবং মোবাইল প্রতারক চক্রের সদস্য। এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে আবেদন করছি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর