× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

বিএসএফকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিজিবি’র

বাংলারজমিন

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৯, শনিবার

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর পাশাপাশি প্রথমবারের মতো স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকেও বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। গতকাল সকাল ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার জগদীশ প্রসাদের হাতে বিজিবি’র হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার আলতাফ হোসেন ও মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত হোসেন মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন। এ সময় সেখানে উভয় বাহিনীর নারী ও পুরুষ সদস্যসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার আলতাফ হোসেন জানান, ১৫ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস ছিল, তারা আমাদের মিষ্টি দিয়েছিল, আমাদের শোক দিবসের কারণে আমরা মিষ্টি দেয়নি এ উপলক্ষে ১৬ই আগস্ট বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছি। সৌহার্দ্য সম্প্রতি ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সীমান্তে দুই বাহিনী যেন মিলেমিশে তাদের দায়িত্ব পালন করতে পারে সে লক্ষ্যেই বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি। এদিকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় মিত্রবাহিনী অনেক সহযোগিতা করেছে। তাই এবারই প্রথমবারের মতো হাকিমপুর মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে মিষ্টি উপহার দিয়ে তাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর