× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

শ্রীমঙ্গলে বড় হোটেলে পর্যটক আছে ছোটগুলোতে হতাশা

বাংলারজমিন

শ্রীমঙ্গল প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৯, শনিবার

 শ্রীমঙ্গলের সারি সারি চা-বাগানের নয়নাভিরাম দৃশ্য মুগ্ধ করে পর্যটকদের। চা-বাগানঘেরা উঁচু-নিচু টিলা দেখতে আসেন পর্যটকেরা। তবে এবারের চিত্রটা একটু ভিন্ন। ঈদের ছুটিতে এবার পর্যটক এসেছেন কম। পর্যটক কম হলেও এখানকার বড় রিসোর্টগুলো মোটামুটি পরিপূর্ণ। কিন্তু ছোট ও মাঝারি হোটেল-রিসোর্টগুলোতে হতাশা বিরাজ করছে।
বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই), চা জাদুঘর, বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন, হাইল হাওর, বাইক্কা বিল, বার্ড পার্ক, নীলকণ্ঠ সাত রঙের চা কেবিন, চা-কন্যা ভাস্কর্য, বধ্যভূমি-৭১ সহ নানা পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখেন দেশি-বিদেশি পর্যটকেরা। এর পাশাপাশি রয়েছে লাল পাহাড়, শঙ্কর টিলা, গরম টিলা, ভাড়াউড়া লেক, বৃটিশদের সমাধিস্থল ডিনস্টন ওয়ার সিমেট্রি, হরিণছড়া গল্‌ফ মাঠ, সৃদৃশ্য জান্নাতুল ফেরদৌস মসজিদ, তীর্থস্থান সুপ্রাচীন নির্মাই শিববাড়ী।

মঙ্গলবার ও বুধবার শ্রীমঙ্গলের বিভিন্ন পর্যটন স্পটে গিয়ে দেখা গেছে অন্যান্য ছুটির সময়ের চেয়ে পর্যটক অনেক কম। হাতে গোনা পর্যটকরা বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়াচ্ছেন। দর্শনীয় স্থানে স্থানীয় লোকজনকে ঘুরতে দেখা গেছে।
শহরের হোটেল রেডিসনের পরিচালক কবির আহমেদ বলেন, ‘এর আগে ঈদের ছুটিতে এত কম অতিথি হয়নি। অন্যান্য সময় আমাদের গেস্ট হাউস পর্যটকে পরিপূর্ণ থাকে।’
এর কারণ হিসেবে তিনি বলেন, এখানকার রাস্তাঘাট অত্যন্ত নিম্নমানের। পর্যটকরা এখানে একবার এলে আর আসতে চান না। তা ছাড়া দেশব্যাপী ডেঙ্গুর প্রভাবে এখানে পর্যটকদের উপস্থিতিটা কম। বড় হোটেলগুলোর মধ্যে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গল্‌ফ, লেমন গার্ডেন টি রিসোর্ট, টি হ্যাভেন রিসোর্টে এ ঈদে ভালোই গেস্ট হয়েছে।
গ্র্যান্ড সুলতান টি-রিসোর্ট অ্যান্ড গলফের মহাব্যবস্থাপক আরমান খান বলেন, ‘ঈদ উপলক্ষে আমরা যেমন অতিথি চেয়েছিলাম, তেমন পেয়েছি। আমাদের হোটেল এখন অতিথিতে ঠাসা বলা যায়।’
লেমন গার্ডেন রিসোর্টের স্বত্বাধিকারী মো. সেলিম মিয়া বলেন, ঈদ উপলক্ষে ১৭ই আগস্ট পর্যন্ত তাদের রিসোর্টে বুকিং রয়েছে।
পর্যটন সেবা সংস্থার আহ্বায়ক ও টি হ্যাভেন রিসোর্টের পরিচালক আবু সিদ্দিক মুসা বলেন, ঈদ কিংবা বড় কোনো ছুটিতে সারা দেশ থেকে পর্যটকেরা এখানে ছুটে আসেন। তবে এ বছর ডেঙ্গুর প্রভাব, প্রচণ্ড গরম ও বৃষ্টির কারণে পর্যটকেরা এবার শ্রীমঙ্গলে কম আসছেন। বড় হোটেল রিসোর্টগুলোতে পর্যটক উঠলেও, ছোট রিসোর্টগুলোতে তুলনামূলক অনেক কম গেস্ট পাওয়া যাচ্ছে। এতে করে তারা হতাশায় পড়ছেন। মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামান বলেন, ‘ঈদে শ্রীমঙ্গলে ঘুরতে আসা পর্যটকদের নিরাপত্তার জন্য বিভিন্ন পর্যটন স্পটে পুলিশ মোতায়েন করা হয়েছে। পর্যটকেরা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারেন, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর