× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলারজমিন

ঝিনাইদহ প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৯, শনিবার

 ‘আঞ্চলিক ভাষা হোক সাম্য, ঐক্য ও সম্প্রীতির বন্ধন’ এ স্লোগানকে প্রতিপাদ্য করে গতকাল ‘ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপ’র দ্বিতীয় প্রতিষ্ঠাবাষির্কী পালন করা হয়। এ উপলক্ষে দুপুরে ঝিনাইদহ উজির আলী স্কুল মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উজির আলী স্কুল অডিটোরিয়ামে এক আলোচনা সভা গ্রুপের সভাপতি সিনিয়র সাংবাদিক আসিফ ইকবাল কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমেনা খাতুন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সাংবাদিক ও মানবাধিকারকর্মী আমিনুর রহমান টুকু, ঝিনাইদহ চেম্বারের সাবেক সভাপতি ও ডায়াবেটিক সমিতির সভাপতি মীর নাসির উদ্দীন এবং ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান। এ ছাড়া গ্রুপের- সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম লিকু, আইন উপদেষ্টা অ্যাডভোকেট সুভাষ বিশ্বাস মিলন, মাসুদ রানা, কবি এমদাদ শুভ্র, সাইদুল ইসলাম টিটো, সুরভি রেজা, মোহাম্মদ আলী, নিপা জামান, এনামুল হক, ডালিয়া আফরোজ, মনিরা পারভিন, পারভিন আক্তার, সোহাগ স্বপ্ন, ইদ্রিস আলী, ফরিদ আহম্মেদ ও মনিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ফেসবুক ভিত্তিক ‘ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপ’টি ইতিমধ্যে আঞ্চলিক ভাষা চর্চার পাশাপাশি মানবকল্যাণে বিশেষ ভূমিকা রেখে চলেছে। বিশেষ করে অসহায় দুস্থদের একটি আশা ভরসার প্রতীক হিসেবে পরিচিত লাভ করেছে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর