× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

বাল্যবিবাহের অভিযোগে বর ও কাজীর কারাদণ্ড

বাংলারজমিন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৯, শনিবার

কুষ্টিয়ার দৌলতপুরে বাল্যবিবাহ দেয়ার অভিযোগে বর ও কাজীর ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার মশাউড়া গ্রামে বাল্যবিবাহ দেয়ার সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদের কারাদণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বাল্যবিবাহ দেয়া হচ্ছে এমন অভিযোগ পেয়ে দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত  মশাউড়া গ্রামের বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে ভুয়া কাজী আরজান আলী (৪৫) ও বর নয়ন আলী (২৩) কে আটক করে। পরে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর ৯ ধারায় কাজী আরজান আলীকে ৬ মাস এবং বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর ৭ এর (১) ধারায় বর নয়ন আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডিত ভুয়া কাজী আরজান আলী মশাউড়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে এবং দণ্ডিত বর নয়ন আলী ভেড়ামারা উপজেলার কাজীহাটা গ্রামের মো. হান্নান আলীর ছেলে।
অপরদিকে একইদিন রাতে বাল্যবিবাহের অভিযোগে উপজেলার খলিশাকুণ্ডি গ্রামে অভিযান চালিয়ে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর ৮ ধারায় ভ্রাম্যমাণ আদালত ৭ জনকে ৪০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। এদের মধ্যে ৬ জন বরযাত্রী সুমন, স্বাধীন, মনি, জুয়েল রানা, বিশু বিশ্বাস ও তুসার ইমরানকে ৫ হাজার টাকা করে এবং কনের মা রাশেদা খাতুন (৩৭)কে ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।  ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর