× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি / ১৩ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ

বাংলারজমিন

সাতক্ষীরা প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৯, শনিবার

স্বাস্থ্য বিভাগে অনিয়ম ও দুর্নীতিরোধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। কোনো অনিয়ম হলেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সময়মতো অফিসে না আসায় কলারোয়া ও শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৩ জন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে শোকজ করা হয়েছে। শোকজের জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন শেখ আবু শাহীন।
একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ডেঙ্গুর কারণে জেলার স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। নির্দেশ দেয়া হয়েছে কর্মস্থল ত্যাগ না করার জন্য। সিভিল সার্জন কড়া নজদারিতে রাখছেন কর্মকর্তা ও কর্মচারীদের। সিভিল সার্জন গোপনে জানতে পারেন কিছু কর্মকর্তা ও কর্মচারী সময়মতো অফিস করছেন না।
এমন সংবাদের ভিত্তিতে চলতি মাসের ৩রা আগস্ট কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জন শেখ আবু শাহীন সকাল ৮টায় পরিদর্শনে যান। তিনি এ সময় কোন কোন কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত আছেন সে বিষয়ে খোঁজ নেন। শুরু হয় দৌড়ঝাঁপ। এ সময় তিনি জানতে পারেন ১০ জন কর্মকর্তা ও কর্মচারী স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত নেই। সিভিল সার্জন তাৎক্ষণিকভাবে অনুপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের তালিকা প্রস্তুত করেন।
সঠিক সময় কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ১০ জন কর্মকর্তা ও কর্মচারীকে ৫ই আগস্ট শোকজ করা হয়েছে। তারা হলেন- হিসাবরক্ষক কামাল হোসেন, এসআই শফিকুর রহমান, অফিস সহকারী আক্তারুজ্জামান, ফার্মসিস্ট পিনাক পানি ও তৃপ্তি রানী, স্বাস্থ্য পরিদর্শক নূর মোহম্মদ, সুব্রত রায়, অফিস সহকারী আবু সালেহ ও অফিস সহকারী সিরাজুল ইসলাম।
একই অভিযোগে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের একজন এসআইসহ তিন জনকে শোকজ করা হয়েছে।
সাতক্ষীরার সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, তিনি কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৮টায় যান। তিনি গিয়ে জানতে পারেন ১০ জন কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত নেই। সঠিক সময় কর্মস্থলে না থাকার অভিযোগে ১০ জনকে শোকজ করা হয়েছে। একই অভিযোগে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজনকে শোকজ করা হয়েছে। তিনি বলেন, তিনি চেষ্টা করে যাচ্চেন জেলার স্বাস্থ্য বিভাগের অনিয়ম ও দুর্নীতি রোধের। ইতিমধ্যে কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। সবার সহযোগিতা থাকলে আরো দ্রুত ভালো কিছু করতে পারবেন তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর