× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

কুড়িগ্রামে নিখোঁজ ব্যক্তির গলিত লাশ উদ্ধার

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে
১৭ আগস্ট ২০১৯, শনিবার

 কুড়িগ্রাম পৌরসভার কৃষ্ণপুর কামারপাড়া এলাকার কৃষিজমি থেকে সুলতান আলী (৫০) নামে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে কৃষ্ণপুর কামারপাড়া এলাকার নিজ বাড়ির পেছনের একটি কৃষিজমি থেকে পচন ধরা লাশটি উদ্ধার করা হয়। ঈদুল আজহার তৃতীয় দিন থেকে সুলতান নিখোঁজ ছিল বলে জানায় পরিবারের সদস্যরা। জানা যায়, ঈদুল আজহার তৃতীয় দিন (১৪ই আগস্ট) বাড়ি থেকে সুলতান আলী নিখোঁজ হলে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। গতকাল সকালে বাড়ির পেছনে বৃষ্টির পানি জমে থাকা একটি কৃষি জমিতে সুলতানের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে দুপুরে পুলিশ প্রায় গলিত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠায়। নিহত সুলতানের স্ত্রী শিউলি বেগম জানায়, সুলতান দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিল সমস্যায় ভুগছেন। মাঝে মাঝে তিনি অসুস্থ হলে অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করতেন এবং বাড়ির লোকজনের ওপর চড়াও হতেন।
কুড়িগ্রাম সদর থানার ওসি মাহফুজার রহমান জানান, উদ্ধারকৃত মরদেহটি দুই-তিন দিন আগের এবং প্রায় গলিত। আগেই তাকে হত্যা করে হয়তো লাশ জমিতে ফেলে রাখা হতে পারে। আমরা সকল দিক বিচেনায় রেখে তদন্ত করছি।
অনুসন্ধানে সুলতানের স্ত্রী ও পুত্রসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর