× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর ৮৭তম জন্মদিন পালিত

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
১৮ আগস্ট ২০১৯, রবিবার

কোরআন পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে গতকাল সাবেক মন্ত্রী ও শিল্পপতি মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৮৭তম জন্মদিন পালিত হয়েছে। মানিকগঞ্জের মুন্নু সিটির হুরুন নাহার জামে মসজিদে এই কর্মসূচি পালন করা হয়। মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
মরহুম হারুনার রশিদ খান মুন্নু এই মাসেই তার বাবা-মায়ের ঘর আলোকিত করে পৃথিবীতে এসেছিলেন। ঠিক এই মাসেই তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং একই মাসে সকলকে কাঁদিয়ে চলে গেছেন অনন্তকালের ঠিকানায়। তাই এই মাসটি মুন্নুর পরিবারের কাছে হাসি-কান্নার। মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মরহুম হারুনার রশিদ খান মুন্নু ১৯৩৩ সালের ১৭ই আগস্ট ঢাকা জেলার নবাবগঞ্জের গালিমপুর খানহাটিতে জন্মগ্রহণ করেন। ১৭ই আগস্ট ছিল তার ৮৭তম জন্মদিন।
এ ছাড়া একই মাসের ৩রা আগস্ট ১৯৫৫ সালে তিনি বিয়ে বন্ধনে আবদ্ধ হন। আর এই মাসের প্রথম দিন অর্থাৎ পহেলা আগস্ট ২০১৭ সালে সকলকে কাঁদিয়ে চলে যান অনন্তকালের ঠিকানায়। সব মিলিয়ে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর পরিবারের কাছে এই আগস্ট মাসটি হাসি-কান্না এবং শোকের মাসে পরিণত হয়েছে।  
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর