× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

কালিহাতীতে মানববন্ধন

বাংলারজমিন

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৯, রবিবার

টাঙ্গাইলের কালিহাতীতে যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন সাত গ্রামের তিন সহস্রাধিক মানুষ। গতকাল দুপুরে বঙ্গবন্ধু সেতুর দক্ষিণ-পূর্ব পার্শ্বে কালিহাতী উপজেলার আলীপুরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ক্ষতিগ্রস্তদের অভিযোগ স্থানীয় প্রশাসন ও বিবিএ’র কিছু অসাধু কর্র্মকর্তাদের ম্যানেজ করে উপজেলা গোহালিয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী তালুকদার বালু উত্তোলন করে আসছিল। বালু উত্তোলনে বাধা দেয়ায় স্থানীয়দের বিরুদ্ধে চাঁদা দাবিতে মামলা দিয়ে হয়রানি করেছে বলে স্থানীয়রা জানান। তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মানববন্ধনে গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন আবদুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আবুল কালাম আজাদ, দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, রফিকুল ইসলাম মাস্টার, শামসুল আলম প্রমুখ।
বক্তব্যে আবদুর রাজ্জাক বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসায় স্থানীয় এমপির নাম ভাঙ্গিয়ে বঙ্গবন্ধু সেতুর কোল ঘেঁষে যমুনা নদী থেকে দীর্ঘদিন যাবৎ বালু উত্তোলন করে আসছে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী তালুকদার, গোহালিয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মেম্বারসহ একটি প্রভাবশালী মহল। বালু উত্তোলনের ফলে উপজেলার চর সিংগুলি, বন সিংগুলি, কায়েম সিংগুলি, জিদহ, ভৈরববাড়ী, আলীপুর, বেলটিয়া, খাগচড়া গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়েছেন সহস্রাধিক মানুষ। মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেন, বালু উত্তোলনের প্রতিবাদ করায় তাদের চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে বালু উত্তোলনকারী। এর আগে বালু উত্তোলনকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে বালু উত্তোলনকারীদের সংঘর্ষ বাধে।
এ বিষয়ে কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান বলেন, বালু উত্তোলন বন্ধে আমাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। বর্তমানে বালু উত্তোলন বন্ধ রয়েছে।
এবিষয়ে গোহালিয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী তালুকদার বলেন, প্রতিবছর বালু উত্তোলনে ওই এলাকার লোকজনকে টাকা দেয়া হয়। এবার টাকা কিছু লোক পেয়েছে বাকিরা না পাওয়ায় তারা বালু উত্তোলনে বাধা দেয়। এ সময় সংঘর্ষ হয়। পরে কে বা কারা মামলা দিয়েছে এ বিষয়ে জানা নেই।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর