× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

সরকারি নির্দেশ উপেক্ষা / মোহনগঞ্জে কর্মস্থলে ৮ দিন অনুপস্থিত স্বাস্থ্য কর্মকর্তা

বাংলারজমিন

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৯, রবিবার

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর মো. শামসুল আলম সরকারি নির্দেশ উপেক্ষা করে ছুটি ছাড়াই গত ৮ই আগস্ট থেকে ১৬ই আগস্ট পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত থাকেন বলে অভিযোগ উঠেছে। গতকাল তিনি ৮ কর্মদিবস অনুপস্থিতির পর নিজ কর্মস্থল মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সূত্রে জানা যায়, দেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের স্বাস্থ্য বিভাগ ঈদে সকল চিকিৎসকদের ছুটি বাতিল ঘোষণা করে। কিন্তু ছুটি বাতিল ঘোষণা করলেও মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর মো. শামসুল আলম সরকারি নির্দেশ উপেক্ষা করে গত ৮ই আগস্ট থেকে ১৬ই আগস্ট পর্যন্ত ৮ কর্মদিবস অনুপস্থিত থাকেন। কর্মস্থলে দীর্ঘ অনুপস্থিতির পর শনিবার তিনি কর্মস্থলে যোগ দেন। এছাড়াও সরকারি নির্দেশনা অনুযায়ী ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে উপজেলা পর্যায়ের সকল বিভাগের কর্মকতাদের নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর ৪৪তম জাতীয় শোক দিবস পালনের কথা থাকলেও মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. নুর মো. শামসুল আলম ওইদিনও কর্মস্থলে অনুপস্থিত থাকেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুবীর সরকার বলেন, সিভিল সার্জন স্যারের নির্দেশে আমি স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেছি। মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর মো. শামসুল আলম ছুটি নেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, আমি ছুটি নিইনি, আমি শুধু আমার মা-কে দেখতে গিয়েছিলাম।
নেত্রকোনার সিভিল সার্জন ডা. মো. তাজুল ইসলাম খান বলেন, মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর মো. শামসুল আলম কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি আমি অবগত হয়েছি।
দ্রুত তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর