× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

অবসর নিয়ে ‘কী’ বলেছেন মাশরাফি

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৮ আগস্ট ২০১৯, রবিবার

বিশ্বকাপের পর থেকেই মাশরাফি বিন মুর্তজার সম্ভাব্য অবসর নিয়ে চলছে জোর গুঞ্জন। বলা হচ্ছিল ঘটা করেই মাশরাফিকে বিদায় জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শোনা যাচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ আয়োজন করা হবে মাশারাফির জন্য। কিন্তু প্রশ্ন হলো মাশরাফি কি তাতে রাজি হবেন? গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মাশরাফিকে ডেকেছিলেন বোর্ড সভায়। সেখানেই তার সঙ্গে অবসর নিয়ে আলাপ হয়। এরপরই মাশরাফি সেখান থেকে বের হয়ে যান। সদা হাস্যোজ্বল এই তারকা ক্রিকেটারের চোখেমুখে ছিল বিরক্তির ছাপ। অবসর ইস্যুতে সংবাদমাধ্যমের অতি আগ্রহী মনোভাবের কারণে প্রকাশ্যেও বিরক্তি প্রকাশ করেন মাশরাফি।
বিসিবি সভাপতি জানিয়েছেন এখনই অবসর নিয়ে কিছু বলেননি ওয়ানডে অধিনায়ক। নাজমুল হাসান বলেন, ‘সাকিবের সঙ্গে কোচ নিয়ে আলাপ করেছি। যেহেতু মাশরাফিও একজন অধিনায়ক তাকেও জানানো হলো। আরেকটা জিনিস ছিল একটা ওয়ানডে জিম্বাবুয়ের সঙ্গে আয়োজন করবো কি না। সেই ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম। ও (মাশরাফি) মনে করে যেহেতু আগামী মার্চের আগে আমাদের কোনো ওডিআই নেই, তাই এক্ষুণি ম্যাচটা না হলে তার জন্য সুবিধা হয়। দুই মাস পরে হলে সে সিদ্ধান্ত নিতে পারে যে ওর পরিকল্পনা কী।’
জানা যায়, বিপিএল শেষ করে অবসর নিতে চান মাশরাফি। শুধু তাই নয়, আগামী মার্চে জিম্বাবুয়ে আবার আসবে বাংলাদেশে। সেই সফরে থাকছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তাই তখনো তার সুযোগ থাকবে দেশের মাটিতে অবসর ঘোষণার। তবে বিসিবির বিদায়ের এত তাড়া থেকে স্পষ্ট যে, তারা ওয়ানডে অধিনায়ক পরিবর্তন করতে চাইছে। যেহেতু ২০২৩ বিশ্বকাপে মাশরাফি খেলবে না সেই কারণে এখন থেকেই নয়া অধিনায়ককে প্রস্তুত করতে চাওয়ার একটা পরিকল্পনা হয়ত থাকতো পারে বিসিবির। অবশ্য মাশরাফির পর নেতৃত্বে আসার কথা সাকিব আল হাসানের। মাশরাফিকে বিদায় জানানোর যে উদ্যোগ নিতে চাইছে বিসিবি, ঠিক সেই ভাবে অন্য ক্রিকেটারদের জন্যও করা হবে কি? এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘এটা শুধু বোর্ড দিয়ে হবে না। খেলোয়াড়ের মাথায়ও চিন্তাটা আসতে হয়। খেলোয়াড় যদি সেভাবে চিন্তা না করে তাহলে তো লাভ হলো না। আমাদের কাজ হলো জানানো যে, আমরা ভালোভাবে সুন্দরভাবে বিদায় দিতে চাই। এখন সিদ্ধান্ত তার। সে যদি সিদ্ধান্ত নিতে পারে নেবে, না হলে বোর্ড তার কাজ বরবে।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর