× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার , ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ শওয়াল ১৪৪৫ হিঃ

ফিরলেন নেইমার, চমক ভিনিসিয়ুস

খেলা

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০১৯, রবিবার

কলম্বিয়া এবং পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ লিওনার্দো বাচ্চি তিতে। চোট কাটিয়ে দলে ফিরেছেন পিএসজির তারকা স্ট্রাইকার নেইমার। ডাক পেয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। জাতীয় দলের হয়ে এখনো খেলা হয়নি ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের। জাতীয় দলের হয়ে খেলতে গিয়েই গত জুনে অ্যাঙ্কেলের চোটে পড়েন নেইমার। যার ফলে ঘরের মাঠে কোপা জয়ী ব্রাজিল দলের হয়ে মাঠে নামতে পারেননি সাবেক বার্সা ফরোয়ার্ড। চোটের কারণে পিএসজির হয়েও আর মাঠে নামা হয়নি নেইমারের।
এবারের দলবদলে নেইমারকে নিয়ে টানাটানি চলছে দুই স্প্যানিশ ক্লাব বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের মধ্যে।
আর দল ঘোষণা শেষে ব্রাজিল কোচ বলেন, ‘আমি নেইমারের মানের একজন খেলোয়াড়কে কিছুতেই বাদ দিতে পারি না। আমি চাই নেইমার খুশি থাকুক। সে কোথায় যাবে না যাবে, সেটা বলার অধিকার আমার নেই।’ দলে যথারীতি জায়গা পেয়েছেন ফিলিপ্পে কুটিনহো।  কোপা আমেরিকার সময় দলে না থাকা লিভারপুল মিডফিল্ডার ফাবিনহোও জায়গা পেয়েছেন। তবে চোটের কারণে নেই গোলরক্ষক অ্যালিসন বেকার। আর দুই মাসের জন্য নিষিদ্ধ গ্যাব্রিয়েল জেসুসও নেই দলে। আগামী ৭ই সেপ্টেম্বর প্রীতিম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। আর ১১ই সেপ্টেম্বর প্রীতিম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ পেরু। দুইটি ম্যাচই নিজেদের মাটিতে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

ব্রাজিল স্কোয়াড

গোলরক্ষক: এডারসন (ম্যানচেস্টার সিটি), ইভান (পন্টে প্রেতা), ওয়েভারটন (পালমেইরাস)।
ডিফেন্ডার: দানি আলভেজ (সাও পাওলো), ফ্যাগনার (করিন্থিয়ান্স), হোর্হে (সান্তোস), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মার্কিনহোস (পিএসজি), থিয়াগো সিলভা (পিএসজি), সামির (উদিনেসে)।
মিডফিল্ডার: আরথুর (বার্সেলোনা), কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনহো (লিভারপুল), অ্যালান (নাপোলি), লুকাস পাকুয়েতা (এসি মিলান), ফিলিপ্পে কুটিনহো (বার্সেলোনা)।
ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), রিচার্লিসন (এভারটন), ডেভিড নেরেজ (আয়াক্স), ব্রুনো হেনরিক (ফ্লামেঙ্গো), রবার্তো ফিরমিনো (লিভারপুল) ও ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর