× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ছোট পর্দায় আজকের ঈদ আয়োজন

বিনোদন


১৮ আগস্ট ২০১৯, রবিবার

ধারাবাহিক নাটক ‘লেকুর এভারেস্ট জয়’
এটিএন বাংলায় আজ রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে ঈদের ৯ পর্বের ধারাবাহিক নাটক ‘লেকুর এভারেস্ট জয়’র সপ্তম পর্ব। এটি নির্মাণ করেছেন সকাল আহমেদ। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, রাইসুল ইসলাম আসাদ, নাবিলা, কল্যাণ, প্রাণ রায়, আজমেরী আশা প্রমুখ। নাটকের গল্পে দেখা যাচ্ছে, ছোটবেলায় লেকুর বাবা মারা যান। তবে তার তিনি বেশ জমিজমা রেখে গিয়েছেন। খুব বেশি পড়াশোনা করেনি লেকু। হিলারী ও তেনজিংয়ে এভারেস্ট জয়ের কাহিনী পড়ার পর থেকেই স্বপ্ন দেখে সেও একদিন এভারেস্ট জয় করবে। এভাবেই গল্প এগিয়ে যায় ধারাবাহিক নাটকটির।
বিশেষ নাটক ‘পিতা ও প্রেমিক’
চ্যানেল আইতে আজ রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে ইমদাদুল হক মিলনের রচনায় বিশেষ নাটক ‘পিতা ও প্রেমিক’।
এ নাটকটি পরিচালনা করেছেন হিরু খান। আর এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ইমনসহ অনেকে।
একক নাটক ‘ফ্ল্যাট নম্বর ২৩’
একুশে টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালায় আজ দুপুর ১টায় প্রচার হবে বিশেষ নাটক ‘ফ্ল্যাট নম্বর ২৩’। শফিকুর রহমান শান্তনুর রচনায় এটি পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ, প্রভা, আশাসহ আরো অনেকে।
বিশেষ ধারাবাহিক নাটক ‘কবুল বলিল কে’
৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘কবুল বলিল কে’র শেষ পর্ব বাংলাভিশনে প্রচার হবে আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, অপর্ণা, ফজলুর রহমান বাবু, সাজু খাদেম, ফারুক আহমেদ, আরফান আহমেদ, মারজুক রাসেল, খুশী, জুঁই করিম, রিমু, রেজা, মাসুদ হারুন প্রমুখ। সুন্দর একটি গ্রাম সুখী সুন্দরপুর। আশেপাশের দশ গ্রামের মধ্যে সব থেকে বিখ্যাত রেফারি এ গ্রামের সলিমুল পাশা শান্ত। তাকে ঘিরেই আরো কিছু চরিত্র নিয়ে বিস্তৃত হয়েছে এ নাটকের গল্প।
বিশেষ নাটক ‘মফিজের লাইফস্টাইল’
বৈশাখী টিভিতে আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘মফিজের লাইফস্টাইল’। অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, নাদিয়া আহমেদ, ফারজানা ছবি, সানজিদা তন্ময়, বৃষ্টি ইসলাম, তাসনোভা তিশা, তানভীর মাসুদ, মিলন ভট্ট প্রমুখ। জাকির হোসেন উজ্জ্বলের রচনায় এটি পরিচালনা করেছেন এস এম শাহীন। গল্পে দেখা যাবে মফিজ চরিত্রে ফজলুর রহমান বাবুকে। মফিজের তিন বউ। তারা বাসায় বাসায় কাজ করে টাকা আয় করে। আর মফিজ তাদের টাকায় আয়েশি জীবনযাপন করছে। তিন বউয়ের চরিত্র তিন রকম। এগিয়ে যায় নাটকের গল্প।
সংগীতানুষ্ঠান ‘আমাদের ছবি আমাদের গান’
ঈদ উপলক্ষে দীপ্ত টিভিতে বাংলা সিনেমার গান নিয়ে আজ দুপুর ১টা ৩০ মিনিটে থাকছে ‘আমাদের ছবি আমাদের গান’। সিনেমার তিন ধরনের গানের নির্বাচিত সংকলন দর্শকদের সামনে উপস্থিত করা হবে। উপস্থাপনা হবে অত্যন্ত মজার ছলে, গল্পের মতো। ওই দিনের থিম নিয়ে আলোচনার পাশাপাশি গানগুলোর কিছু মজার ঘটনা দর্শকদের কাছে উপস্থাপন করা হবে। অনুষ্ঠানটি পরিচালনায় রয়েছেন তানভীর সানি এবং উপস্থাপনায় নীরব খান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর