× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

দুই থেকে সাত ঘণ্টা বিলম্বে চলছে পশ্চিমাঞ্চলের ট্রেন

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে
১৮ আগস্ট ২০১৯, রবিবার

ঈদ-পরবর্তী ফিরতি যাত্রীর চাপ ও রেললাইন ক্ষতিগ্রস্ত থাকায় ধীরগতির কারণে রাজশাহী থেকে ট্রেন ছাড়তে বিলম্ব হচ্ছে। ঢাকায় যাওয়ার চাপ থাকলেও রাজশাহী আসার তেমন একটা চাপ নেই। তারপরও ঢাকার কমলাপুর ছাড়তে বিলম্ব করছে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলো। ফলে রাজশাহীসহ উত্তর-পশ্চিমাঞ্চলের যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। গতকাল শনিবার সকালে রাজশাহী থেকে বনলতা নির্ধারিত সময়ে ছেড়ে গেলেও সিল্কসিটি ছেড়েছে তিন ঘন্টা বিলম্বে। এর আগে শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস রাজশাহী ছেড়ে যাওয়ার কথা থাকলেও ছাড়ে ভোর ৪টায়। পশ্চিমাঞ্চলের অনেক ট্রেনই দুই ঘণ্টা থেকে শুরু করো সাত ঘণ্টা পর্যন্ত বিলম্ব করে ছাড়ছে। এদিকে, রাজশাহী থেকে আসা ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬টায় ঢাকা ছেড়ে যাওয়ার কথা থাকলেও পাঁচ ঘণ্টা বিলম্বের ঢাকা থেকে ছেড়ে যায় বেলা ১১টা ১০ মিনিটে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) খোন্দকার শহীদুল ইসলাম বলেন, পশ্চিমাঞ্চল রেলওয়ের সক্ষমতা অনুযায়ী প্রতিদিন ২২টি ট্রেন চলতে পারে। সেখানে বর্তমানে চলাচল করছে ৫০টি ট্রেন। এটা বাস্তব অবস্থা। এছাড়া ঈদে অতিরিক্ত যাত্রী থাকায় দুর্ঘটনা এড়াতে ট্রেনের গতিও কমিয়ে আনা হয়েছে। ফলে নির্ধারিত সময়ে ট্রেন গন্তব্যে পৌঁছাতে পারে না আবার গন্তব্যের উদ্দেশে ছেড়েও যেতে পারে না। এতে ট্রেন চলাচলে নির্ধারিত সময়ের চেয়ে বিলম্ব হচ্ছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর