× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

‘হৃদয়ে সরাইল’

বাংলারজমিন

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৯, রবিবার

সাম্প্রতিক সময়ে সরাইলে বৃদ্ধি পেয়েছে দাঙ্গা প্রবণতা। ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ হচ্ছে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে। আহত হচ্ছে অগণিত নারী-পুরুষ শিশু ও পুলিশ সদস্যরাও। চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করছে অনেকেই। পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ লোকজন। আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে সমাজের নিরীহ ভদ্র লোকজন। বাধাগ্রস্ত হচ্ছে কচিকাঁচাদের শিক্ষা গ্রহণ। স্থানীয় জনপ্রতিনিধিরা, পুলিশ ও উপজেলা প্রশাসন দাঙ্গা নিয়ে চিন্তিত হয়ে পড়েছে।
এভাবে চলতে দেয়া যায় না। একটা কিছু করতেই হবে। সরাইলের দাঙ্গা বন্ধে সম্মিলিত প্রচেষ্টায় কাজ শুরু করার প্রস্তুতিও নিচ্ছেন। এ সময় দাঙ্গা প্রতিরোধে সচেতনতামূলক কাজ করতে স্বেচ্ছায় এগিয়ে এসেছে সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘হৃদয়ে সরাইল’। ‘বদলে যাও বদলে দাও, দাঙ্গামুক্ত সমাজ বানাও’, ‘ঝগড়াঝাটি মারামারি সবাই মিলে বন্ধ করি’ ও ‘মাদক ও দাঙ্গামুক্ত সরাইল চাই।’ ইত্যাদি স্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার সকালে সংগঠনের আহ্বায়ক ফয়সাল আহমেদ মৃধা ও সদস্য সচিব হাফেজ মো. আলতাফ হোসেনের নেতৃত্বে মানুষের দাঙ্গা বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন। তাদের সঙ্গে যোগ দেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন টিটো। সরাইল হাসপাতালের মোড় থেকে থানা, সকাল বাজার ও বিকাল বাজার এলাকা ঘুরে তারা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে মিলিত হন। সেখানের পথসভায় বক্তারা বলেন, দাঙ্গা হচ্ছে মূর্খতা ও বর্বরতার কাজ। গোষ্ঠী প্রথা, আঞ্চলিকতার প্রভাব এমন সব মনোভাব সকলকে ত্যাগ করতে হবে। টেঁটা, বল্লম, রামদাসহ সকল প্রকার দেশীয় অস্ত্রের ব্যবহার আইনি প্রক্রিয়ায় নিয়ন্ত্রণে আনতে হবে। পেশি শক্তি ও ক্ষমতার চর্চা বন্ধ করতে হবে। মাটির উপর আজ ক্ষমতা থাকলেও কাল মাটির নিচে আর কোনো ক্ষমতাই তো প্রয়োগ করা যাবে না। সুশিক্ষা ছাড়া এসব অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসা যাবে না। তাই আমাদের ছেলেমেয়েদের শিক্ষা অর্জনে আগ্রহী করতে হবে। শিক্ষিত সচেতন মানুষই পারে সমাজ থেকে বর্বরতাকে চিরদিনের জন্য তাড়িয়ে দিতে। র‌্যালি আকারে গিয়ে এমন সব দিক নির্দেশনা সম্বলিত লিফলেটগুলো সকলের হাতে পৌঁছে দিয়েছেন ‘হৃদয়ে সরাইল’-এর সদস্যরা। এমন সচেতনতামূলক কাজ অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছেন সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিরা। সেই সঙ্গে এ কাজ নিয়ে প্রত্যেক ইউনিয়ন ও গ্রামের যাওয়ারও পরিকল্পনা রয়েছে তাদের।    
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর