× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ছাতকে মতবিনিময় সভা

বাংলারজমিন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৯, রবিবার

 ছাতকে জাউয়া বাজার, দক্ষিণ খুরমা, ভাতগাঁও, সিংচাপইড়, চরমহল্লাসহ ৫ ইউনিয়নের জনসাধারণের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ অঞ্চলের দীর্ঘদিনের প্রাণের দাবি ‘জাউয়া বাজার উপজেলা’ নামে স্বতন্ত্র একটি উপজেলা বাস্তবায়নের দাবিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে ৩টায় জাউয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা বাস্তবায়নে জাউয়া বাজার ইউনিয়ন সমন্বয় কমিটির উদ্যোগে, সমন্বয়ক ইউপি চেয়ারম্যান উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুরাদ হোসেনের সভাপতিত্বে ও জাউয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম মিছবাহুজ্জামান শিলুর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ভাতগাঁও ইউপি চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন, জাউয়া ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, সিংচাপইড় ইউপি চেয়ারম্যান মুজাহিদ আলী, চরমহল্লা ইউপি চেয়ারম্যান মাস্টার আবুল হাসনাত, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট রাজউদ্দিন, ভাতগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ গিয়াস মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ মুক্তার মিয়া তালুকদার, হাজী আব্দুর রহমান, উপাধ্যক্ষ মনি শংকর ভৌমিক, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় দীর্ঘ আলোচনা শেষে ভাতগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস মিয়াকে আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রাজউদ্দিন, ৫ ইউপির বর্তমান চেয়ারম্যান (জাউয়া বাজার, চরমহল্লা, সিংচাপইড়, ভাতগাঁও ও দক্ষিণ খুরমা ইউপির) কে যুগ্ম আহ্বায়ক, শিক্ষক আলহাজ এ এস এম মিছবাহুজ্জামান শিলুকে সদস্য সচিব করে ১৮১ সদস্যবিশিষ্ট ‘জাউয়া বাজার উপজেলা বাস্তবায়ন’-এর লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর