× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

করুণারত্নের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার দারুণ জয়

খেলা

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০১৯, রবিবার

অধিনায়ক দিমুথ করুণারত্নের অনবদ্য সেঞ্চুরিতে গলে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। ২৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গতকাল চতুর্থ দিন শেষে বিনা উইকেটে ১৩৩ রান সংগ্রহ করেছিল শ্রীলঙ্কা। করুণারত্নে ৭১ ও লাহিরু থিরিমান্নে ৫৭ রানে অপরাজিত ছিলেন। তাতে জয়ের জন্য লঙ্কানদের প্রয়োজন ছিল ১৩৫ রান। রোববার পঞ্চম দিনে শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন করুণারত্নে-থিরিমান্নে। তবে  দলীয় ১৬১ রানে বিদায় নেন থিরিমান্নে। ৬৪ রান করেন তিনি। এরপর কুসাল মেন্ডিসও (১০) দ্রুত বিদায় নেন।
দলীয় ২১৮ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হন করুণারত্নে। ২৪৩ বলে ৬ বাউন্ডারি ও এক ছক্কায় ১২২ রান করেন লঙ্কান অধিনায়ক। চতুর্থ উইকেটে অ্যাঞ্জেলো ম্যাথিউস-কুসাল পেরেরার ৩৮ রানের জুটি শ্রীলঙ্কাকে জয়ের কাছে পৌঁছে দেয়। ওয়ানডে স্টাইলে ১৯ বলে ২৩ রান করে আউট হন পেরেরা। ধনাঞ্জয়া ডি সিলভাকে নিয়ে বাকি কাজ সারেন ম্যাথিউস। ৭৩ বলে ২৮ রানে অপরাজিত থাকেন তিনি। ধনাঞ্জয়া করেন ১৪ রান। নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, উইলিয়ামস সমারভিল, অ্যাজাজ প্যাটেল প্রত্যেকে নেন একটি করে উইকেট। ম্যাচসেরা হন দিমুথ করুণারত্নে।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে নিউজিল্যান্ড করেছিল ২৪৯ রান। জবাবে শ্রীলঙ্কা তুলে ২৬৭ রান। দ্বিতীয় ইনিংসে কিউরা সংগ্রহ করেছিল ২৮৫ রান।

সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড (প্রথম ইনিংস): ৮৩.২ ওভারে ২৪৯ (টেইলর ৮৬*; হ্যানরি ৪২; ধনাঞ্জয়া ৫/৫৭)
শ্রীলঙ্কা (প্রথম ইনিংস): ৯৩.২ ওভারে ২৬৭ (মেন্ডিস ৫৩, ম্যাথিউস ৫০, ডিকওয়েলা ৬১; প্যাটেল ৫/৮৯)
নিউজিল্যান্ড (দ্বিতীয় ইনিংস): ১০৬ ওভারে ২৮৫ (বিজে ওয়াটলিং ৭৭, ল্যাথাম ৪৫, সমারভিল ৪০*; এম্বুলদেনিয়া ৪/৯৯)
শ্রীলঙ্কা (দ্বিতীয় ইনিংস): ৮৬.১ ওভারে ২৬৮/৪ (করুনারত্নে ১২২, থিরামান্নে ৬৪, ম্যাথিউস ২৮*, ধনাঞ্জয়া ১৪; বোল্ট ১/৩৩)।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর