× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

চট্টগ্রামে ৪৫৬০০ ইয়াবাসহ গ্রেপ্তার তিন

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
১৯ আগস্ট ২০১৯, সোমবার

চট্টগ্রামে পৃথক অভিযানে ৪৫৬০০ পিস ইয়াবাসহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭ এর অভিযানিক দল। শনিবার ভোরে নগরীর বাকলিয়া থানার রাজবাড়ি কনভেনশন সেন্টারের সামনে অভিযানে তল্লাশির সময় একটি ট্রাক থেকে এবং শুক্রবার বিকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরি চৌমুহনী এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশা থেকে এসব ইয়াবা জব্দ করা হয়। এ সময় তিন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- মো. মশিউর রহমান লিটন (৩৫)। তিনি পটুয়াখালী জেলার গলাচিপা থানার চরশিবা এলাকার সেলিম গাজীর ছেলে। তার কাছ থেকে ২৬ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাব। গ্রেপ্তার অপর দুজন হলেন- চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার রেজোয়ান (২০) এবং বান্দরবানের লামা উপজেলার নুরুল বশর (৩২)। তাদের কাছ থেকে ১৯৪০০ পিস ইয়াবা জব্দ করেছে বলে জানান র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি মো. মাশকুর রহমান।
তিনি জানান, মশিউর রহমান লিটন ট্রাক চালানোর আড়ালে ইয়াবা পাচার করত। কক্সবাজার থেকে শনিবার ভোরে ইয়াবাগুলো চট্টগ্রামে বিক্রির জন্য আনছিল। তবে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বাকলিয়া থানার রাজবাড়ি কনভেনশন সেন্টারের সামনে তার ট্রাকে তল্লাশি করা হয়। এই ঘটনায় বাকলিয়া থানায় মাদক পাচার আইনে মামলা হয়েছে বলে জানান তিনি।
মাশকুর রহমান জানান, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রাম নগরীতে আসার পথে আনোয়ারা উপজেলার চাতরি চৌমুহনী এলাকায় একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি করা হয়। সেখান থেকে দুই জনকে আটকের পর তাদের হাতব্যাগ থেকে মোট ১৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজন পেশাদার মাদক বিক্রেতা। তারা আগেও কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রাম নগরীতে বিক্রি করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ব্যবহার না করে বাঁশখালী-পেকুয়া সড়ক দিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরীতে যায়। দুজনের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা করা হয়েছে বলেও জানান এএসপি মাশকুর রহমান।




অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর