× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

চিলমারী পর্যন্ত আন্তঃনগর ট্রেনের দাবিতে আন্দোলনে এলাকাবাসী

বাংলারজমিন

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৯, সোমবার

ঢাকা-চিলমারী আন্তঃনগর ট্রেনের দাবিতে রাজপথে নেমেছে চিলমারীসহ রৌমারী, রাজীবপুর ও উলিপুরবাসী। চলমান এ আন্দোলনের অংশ হিসেবে চিলমারীতে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন কমিটির আয়োজনে গতকাল বেলা ১১টায় চিলমারী উপজেলা পরিষদ চত্বরে চিলমারী পর্যন্ত আন্তঃনগর ট্রেনের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আছমা বেগম, মুক্তিযোদ্ধা মোজাফ্‌ফর হোসেন, আ. মান্নান, রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন কমিটি’র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি নাহিদ হাসান নলেজ প্রমুখ। উল্লেখ্য, ২০১৬ সালের ৭ই সেপ্টেম্বর চিলমারীতে ১০ টাকা দরের চাল উদ্বোধন করতে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা দিয়েছিলেন চিলমারী থেকে আন্তঃনগর ট্রেন দিবেন এরই প্রেক্ষিতে রেলমন্ত্রীও চিলমারী রমনা রেল স্টেশন পরিদর্শন করে কথা দেন অতিসত্ত্বর চিলমারী থেকে চালু হবে আন্তঃনগর ট্রেন কিন্তু এখন পর্যন্ত তা চালু না হওয়ায় হতাশায় এলাকাবাসী। উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম বলেন প্রধানমন্ত্রী চিলমারী সফরকালে আমার দাবির মধ্যে এই দাবিও ছিল। প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন অবশ্যই তিনি কথা রাখবেন এবং আশা করি চিলমারী থেকে কমলাপুর পর্যন্ত আন্তঃনগর ট্রেন চালু হবে। এর আগেই একই দাবিতে রৌমারীতেও কমিটির আয়োজনে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর