× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

অস্ত্রোপচার লাগছে না মাহমুদুল্লাহর

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৯ আগস্ট ২০১৯, সোমবার

আজ শুরু হচ্ছে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। তবে আগেই অনুশীলনে নেমে পড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যাটিংই নয়, করেছেন বোলিং অনুশীলনও। ইনজুরির কারণে দীর্ঘদিন এই টাইগার অলরাউন্ডার বল হাতে তুলে নিতে পারছিলেন না। গেল এপ্রিলে আয়ারল্যান্ড সিরিজ এমনকি ইংল্যান্ড বিশ্বকাপেও বল করেননি। তবে দলে টিকে ছিলেন ব্যাটিং সামর্থ্য দিয়ে। খেলে যাচ্ছেনও একটানা। তিনি ইনজুরি নিয়ে খেলেছেন সব শেষ শ্রীলঙ্কা সফরেও।
দলে থাকলেও তার পারফরম্যান্স খুব একটা ভালো হচ্ছিল না। ইনজুরি দারুণ ভাবেই প্রভাব ফেলছিল তার উপর। তাই শঙ্কা ছিল আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট ও ত্রিদেশীয় সিরিজে তার হয়তো থাকাই হবেনা। শোনা যাচ্ছিল তার কাঁধে অস্ত্রোপচার লাগবে। সেটি হলে হয়তো ছিটকে যাবেন মাঠের বাইরে কয়েক মাসের জন্য। কিন্তু আসন্ন সিরিজকে লক্ষ্য রেখে ঘোষিত ৩৫ সদস্যের দলে আছেন মাহমুদুল্লাহ রিয়াদও। চিকিৎসকরাও বলছেন এখন আর মাহমুদুল্লাহর অস্ত্রোপচার লাগবেনা। আর মাহমুদুল্লাহ বল হাতে নিতে পেরে দারুণ আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘বোলিংটা আমি খুব মিস করছিলাম কারণ এটা আমাকে বাড়তি একটা আত্মবিশ্বাস দেয়। মনে করি যে ব্যাটিংয়ে না পারলেও বোলিং দিয়ে কিছুটা দলের জন্য অবদান রাখতে পারি। এখন ভালো লাগছে। আশা করি সুস্থ থাকলে এই সিরিজে বোলিং করতে পারব।’
মাহমুদুল্লাহর অনুশীলনে তাকে সরাসরি দেখভাল করছিলেন ফিজিও বায়জিদুল ইসলাম খান। তিনিও মাহমুদুল্লাহ রিয়াদের উন্নতিতে বেশ সন্তুষ্ট। আর বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী দৈনিক মানবজমিনকে বলেন, ‘আজ (গতকাল) মাহমুদুল্লাহ দারুণ বল করছে। অনেকক্ষণ অনুশীলন করেছে ও, আমরা যতটা দেখছি এখন দারুণ অবস্থাতে আছে। এখন আর ওর কোনো ইনজেকশন নিতে হবে না, এমনকি অপারেশনও এখন আর প্রয়োজন নেই। আশা করি দ্রুতই আরো উন্নতি হবে তার অবস্থার।’ মাহমুদুল্লাহকেও বেশ ফুরফুরে মনে হলো। তিনি বলেন, ‘আমিতো শ্রীলঙ্কা সফরেই বল করেছি। ইংল্যান্ডে লাইনে দাঁড়িয়ে ফিল্ডিং করেছি। হ্যাঁ, বল করতে পারছিলাম না, এখন আল্লাহর রহমতে ভালো আছি। ফিল্ডিংয়ে কোনো সমস্যা হচ্ছে না এখন। আর আমি কি বলবো আমার উন্নতির কথা সঙ্গে ফিজিও আছে সে আরো ভালো বলতে পারবেন।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর