× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

৮১৮ দিন পর বার্সেলোনাকে পেছনে ফেললো রিয়াল

খেলা

স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০১৯, সোমবার

টানা দুইবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা এবার মৌসুমের প্রথম ম্যাচেই হেরে গেছে। তবে শুভ সূচনা করেছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে সেল্টা ভিগোকে ৩-১ গোলে উড়িয়ে মৌসুম শুরু করেছে কোচ জিনেদিন জিদানের দল। তাতে দুই মৌসুম ও ৮১৮ দিন পর পয়েন্ট টেবিলে বার্সেলোনাকে পেছনে ফেলেছে রিয়াল। মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে এ তথ্য। সর্বশেষ ২০১৬-১৭ মৌসুমে লা লিগায় পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার ওপরে ছিল রিয়াল। জিদানের অধীনে সেবার চ্যাম্পিয়নও হয়েছিল লস-ব্লাঙ্কোসরা। জিদান রিয়ালকে শিরোপা জেতাতে চান এবারো।
ম্যাচের পর তিনি বলেন, ‘আমরা দারুণ খেলেছি। এখন আমরা মৌসুমের বাকিটা নিয়ে ভাবতে পারি।’ লা লিগায় আগামী সপ্তাহে ঘরের মাঠে রিয়াল খেলবে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে। আর ন্যু ক্যাম্পে রিয়াল বেতিসের মুখোমুখি হবে বার্সেলোনা। অবশ্য গত দুই মৌসুমে বেশ কয়েকবার পয়েন্ট টেবিলে বার্সাকে ছুঁয়েছিল রিয়াল। ওই পর্যন্তই, পেছনে ফেলতে পারেনি। ২০১৭-১৮ মৌসুমে বার্সেলোনার পেছনে থেকে শেষ করেছিল রিয়াল। আর গত মৌসুমে হয়েছিল তৃতীয়। বার্সার সঙ্গে ব্যবধানটা ছিল ১৯ পয়েন্টের! দুই ক্লাবের প্রতিদ্বন্দ্বিতার ইতিহাসে এত বড় ফারাক আর কখনো দেখা যায়নি। গত মৌসুমের শেষটা বেশ বাজে হয় রিয়ালের। এবার প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচগুলোতেও তাদের পারফরম্যান্স আশানুরূপ হয়নি। তবে মৌসুম শুরু হতেই ছন্দ ফিরে পেল রিয়াল। ইডেন হ্যাজার্ডকে ছাড়াই সেল্টা ভিগোর মাঠে রীতিমতো দুর্দান্ত খেলেছে জিদানের শিষ্যরা। ম্যাচের ১২তম মিনিটে ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার গোলে এগিয়ে যায় রিয়াল। তবে ৫৬তম মিনিটে লুকা মদরিচ লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় তারা। কিন্তু একজন কম নিয়েই প্রতিপক্ষের জালে আরো দু’বার বল পাঠায় অতিথি দল। ৬১তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। ম্যাচের ১০ মিনিট বাকি থাকতে রিয়ালের হয়ে তৃতীয় গোলটি করেন লুকাস ভাসকেস। এরপর যোগকরা সময়ে সেল্টা ভিগোর হয়ে একটি গোল শোধ করেন স্পেনের ১৮ বছর বয়সি মিডফিল্ডার ইকার লুসাডা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর