× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ধামইরহাটে মানববন্ধন

দেশ বিদেশ

নওগাঁ প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৯, সোমবার

নওগাঁর ধামইরহাটে হাসপাতালে জরুরি বিভাগের অবহেলায় উপজেলা যুবলীগের সহ-সভাপতি রবিউল ইসলামের অপমৃত্যুর প্রতিবাদে দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ‘সচেতন যুব সমাজ’ এর ব্যানারে গতকাল সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচিতে রাস্তার দু’পাশে সমবেত সর্বস্তরের জনতার ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম। এ সময় হাসপাতালের ডাক্তার-স্টাফদের উপস্থিতি নিশ্চিত, পুরাতন কর্মচারীদের বদলি, হাসপাতাল পরিচালনা কাজে অনিয়মের তদন্ত, খাদ্যসামগ্রী, ওষুধ বিতরণ তদারকি কমিটি গঠন ও বিনা বিজ্ঞপ্তি ছাড়া সরকারি মালামাল বিক্রয়ের তদন্ত কমিটি এবং নেশাগ্রস্ত অ্যাম্বুলেন্স চালককে বদলির দাবি জানানো হয়। ধামইরহাট উপজেলা যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদুর সভাপতিত্বে সচেতন যুব সমাজের মুখপাত্র আবদুল হাই দুলাল, যুবনেতা আবু ইউসুফ মর্তুজা রহমান, মশিউর রহমান, বিপ্লব, ফরিদুজ্জামান, অ্যাডভোকেট আইয়ুব হোসেন, উপজেলা প্রেস ক্লাব সম্পাদক মেহেদী হাসান, ওষুধ ব্যবসায়ী নেতা লুৎফর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, গত ১০ই আগস্ট রাতের বেলায় বুকের ব্যথা নিয়ে হাসপাতালে আসার পথে মাঝপথে গুরুতর অসুস্থ হন যুবলীগ সহ-সভাপতি রবিউল ইসলাম, এ সময় তার মা ও বাড়ির অপর মহিলা হাসপাতালে নিয়ে আসলে গেটে তালা দেখতে পেয়ে চিৎকার করেন এবং অনেক পরে ডাক্তার ও সংশ্লিষ্টরা গেট খুলে গেটের বাহিরেই রোগীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক প্রহল্লাদ কৃষ্ণ বর্মণ। পরে সেখানে তার নিথর দেহ গেটের বাইরে পড়ে থাকে, কেউ তাকে হাসপাতালের ভেতরও নেননি বলেও অভিযোগ করেন বক্তারা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর