× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

লালমোহনে বেড়িবাঁধ সংস্কারে অনিয়ম

বাংলারজমিন

লালমোহন (ভোলা) প্রতিনিধি
২০ আগস্ট ২০১৯, মঙ্গলবার

 ভোলার লালমোহনে বেড়িবাঁধ সংস্কারের নামে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার লঞ্চ ঘাট থেকে তজুমদ্দিন উপজেলার চাঁচরা ইউনিয়নের সীমান্ত পর্যন্ত এনডিআর প্রকল্পের মাধ্যমে ২৪০ মিটার বেড়িবাঁধের জন্য প্রায় ১৩ লাখ টাকা বরাদ্দ হয়। তবে বরাদ্দের স্টিমেট অনুযায়ী কাজ হয়নি বলে অভিযোগ উঠেছে পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে। সরজমিনে গিয়ে দেখা যায়, যে পরিমাণ কাজ করার কথা ছিল তা কেবল কাগজ কলমেই সীমাবদ্ধ। বাস্তবে এর চিত্র ভিন্ন। ২৪০ মিটারের স্থলে কাজ করা হয়েছে ২০০ মিটারের চেয়ে একটু বেশি। এবং আড়াই ফুট মাটি ফালানোর কথা থাকলেও সেখানে এক থেকে দুই ফুট ফেলানো হয়েছে। তবে সঠিক কাজ না করেও বিল তুলে নিয়েছে ঠিকাদার।
এতে সহযোগী হিসেবে কাজ করেছেন ধলিগৌরনগর ইউনিয়নের উপসহকারী প্রকোশলী মো. নঈম। অভিযোগ রয়েছে এই দুর্নীতির মূলে রয়েছে এই নঈম। তার সহযোগিতাই বরাদ্দকৃত কাজ না করেই বিল তুলে নেয়া হয়েছে। এ ব্যাপারে উপসহকারী প্রকোশলী মো. নঈম বলেন, কাজে যে পরিমাণ বরাদ্দ ছিল তার চেয়ে বেশি কাজ করা হয়েছে। এখানে কোনো অনিয়ম হয়নি। তবে বরাদ্দের চেয়ে বেশি কাজ কিভাবে হয়, তা জানতে চাইলে এর সঠিক উত্তর দিতে পারেননি তিনি।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর