× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ডোমারে ৯ ইউনিয়নে বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন

বাংলারজমিন

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
২০ আগস্ট ২০১৯, মঙ্গলবার

দলকে গতিশীল ও আন্দোলনমুখী করার অংশ হিসেবে জেলার ডোমার উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৯টি ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির আলোচনা সভা শেষে এই কমিটি গঠন করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রেয়াজুল ইসলাম কালুর সভাপতিত্বে ও সদস্য সচিব আখতারুজ্জামান সুমনের সঞ্চালনায় যুগ্ম আহ্বায়ক আবু সাদেক চৌধুরী লুলু, যুগ্ম আহ্বায়ক ওসমান গণি দুলাল, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান তুলু, যুগ্ম আহ্বায়ক মাসুদ বিন আমিন সুমন, সফিউল রহমান বুলবুল উপস্থিত থেকে বক্তব্য রাখেন। আলোচনা শেষে উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে গোমনাতি ইউনিয়ন বাদ দিয়ে ৯টি ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ডোমার সদর ইউনিয়নে গোলাম মোস্তফা আহ্বায়ক, রুহুল আমিন সদস্য সচিব, বোড়াগাড়ী ইউনিয়নে আতাউর রহমান আহ্বায়ক, ওমর ফারুক সদস্য সচিব, সোনারায় ইউনিয়নে তৈয়ব আলী বাবু আহ্বায়ক, রফিকুল ইসলাম সদস্য সচিব, হরিণচড়া ইউনিয়নে ওসমান গণি দুলাল আহ্বায়ক, আজহারুল ইসলাম রাজা সদস্য সচিব, পাঙ্গা মটুকপুর ইউনিয়নে রুহুল আমিন আহ্বায়ক, নুর আলম বাবু সদস্য সচিব, বামুনিয়া ইউনিয়নে আনিছুর রহমান আহ্বায়ক, জাকির হোসেন সদস্য সচিব, কেতকিবাড়ী ইউনিয়নে খতিবর রহমান আহ্বায়ক, গোলাম মো. মাওলা সোহাগ সদস্য সচিব, ভোগডাবুড়ি ইউনিয়নে কাজল আহ্বায়ক, আব্দুর রউফ সদস্য সচিব এবং জোড়াবাড়ী ইউনিয়নে মজির উদ্দিন আহ্বায়ক ও সাবেক ছাত্রদল নেতা মহিউদ্দিন সরকার সুজনকে সদস্য সচিব করে আগামী ৩০ দিনের মধ্যে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়। কমিটি গঠন উপলক্ষে ৯টি ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবরা আলোচনা সভায় বক্তব্য রাখেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর